মাহিয়া বেগম একই উপজেলার পাপ্পু মাঝির স্ত্রী।ইউনাইটেড ক্লিনিক হাসপাতালের গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ সার্জন আমেনা খাতুন তানিয়া সিজারের মাধ্যমে ঐ তিন সন্তানের প্রসব করান।

মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ি উপজেলার আরিয়ল ফজুশা গ্রামের বাসিন্দা মাহিয়া বেগম গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ভোর রাত তিনটার দিকে টঙ্গীবাড়ি বাজারে অবস্থিত ইউনাইটেড ক্লিনিকে তিন সন্তানের জন্ম দিয়েছেন।

মাহিয়া বেগম একই উপজেলার  পাপ্পু মাঝির স্ত্রী।ইউনাইটেড ক্লিনিক হাসপাতালের গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ সার্জন আমেনা খাতুন তানিয়া সিজারের মাধ্যমে ঐ তিন সন্তানের প্রসব করান।

এ ব্যাপারে হাসপাতালের সার্জন আমিনা খাতুন তানিয়া বলেন, ওই নারীর গর্ভে তিনটি সন্তান রয়েছে যা আমরা আর্টাসনোগ্রাফির মাধ্যমে আগেই নিশ্চিত হয়েছিলাম সন্তান গর্ভে থাকা অবস্থায় আমরা তাকে নিয়মিত স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছিলাম । পরে ওই নারী একসঙ্গে তিনটি সন্তান প্রসব করেন যার মধ্যে দুটি হল কন্যা সন্তান একটি হল পুত্র সন্তান।

এ ব্যাপারে টঙ্গীবাড়ী ইউনাইটেড ক্লিনিক এর এমডি সাইফুল ইসলাম বলেন, এক নারী একসঙ্গে তিনটি সন্তান জন্ম দিয়েছেন। ঐ ৩ নবজাতক এবং ওই নারী এখন সুস্থ্য আছেন। ৩ নবজাতকসহ ঐ নারীকে গত ৮সেপ্টেম্বর বাড়ি ফিরে যাওয়ার জন্য রিলিজ করে দেয়া হয়।