ফিলিস্থিনের রাফা শহর জনশূন্য মানব হীন এক উপত্যকায়,ওই জমিনের উপর আল্লাহর আকাশ ছাড়া আর কিছুই নেই, ইসরাইলের বর্বর হামলার পাথরের ধ্বংস স্তুপে পরিণত হয়েছে রাফা, ওখানে আর কোন সাহায্যের দরকার হবে না পানি না খাদ্য না আর কোন কিছুর প্রয়োজন হবে। তারপর গাজায় ইসরায়েলী বর্বর হামলা গণহত্যা ও দখলদারিত্বের প্রতিবাদে, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার, বিভিন্ন সংগঠন রাজনৈতিক দল মত নির্বিশেষে, শিক্ষাপ্রতিষ্ঠান, পেশাজীবী শ্রমজীবী, কৃষক মজুর আবাল বৃদ্ধা, বণিতা, জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল থেকে, ফিলিস্তিনকে ইসরাইলের আগ্রাসন থেকে মুক্তির দাবিতে বিশ্ব মোড়লদ,মানবতাবাদের আজ কোথায়, তাদের চোখে কাঠের আছে, কানের তুলো দিয়ে রেখেছে তাদের চোখের কাঠের চশমা তুলো খুলে বিশ্ব বিবেককে একবার জাগ্রত করার, দাবি তাদের হস্তক্ষেপ কামনা করা হয়। একই সাথে সকল মুসলিম দেশকে, ফিলিস্তিনের পাশে থাকার আহ্বান করা হয়। মুরাদনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন এর বিভিন্ন এলাকা থেকে মিছিল বের করা হয়। হেফাজতে ইসলামের আয়োজনে, সারা মুরাদ নগরের সর্বস্তরের মানুষ সম্পৃক্ততার ফিলিস্তিনের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আল্লাহচত্বরে জমায়েত হয়, হাজার হাজার মানুষের উপস্থিতিতেসংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ হেফাজতে ইসলামের মুরাদনগর শাখার সভাপতি, মুফতি আমজাদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি হাফেজ আব্দুল আমিন, সাংগঠনিক সম্পাদক মুফতি মনসুর কবির প্রমুখ। বিক্ষোভ মিছিলে ইসরাইলি পণ্য বর্জনের ডাক দিয়েছেন। বাংলাদেশ হেফাজতে ইসলামের নেতারা বলেন, ফিলিস্তিনকে, স্বাধীন রাষ্ট্র করার লক্ষ্যে এক হয়ে লড়াইয়ের পাশাপাশি সকল মুসলিম রাষ্ট্র শাসকদের ঐক্যবদ্ধ হয়ে ইসরাইলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান করা হয়।