কোটা আন্দোলন দিয়ে শুরু হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনার শাসনের অবসান ঘটলেও সেই কোটাই যেন গলার কাটা হয়ে দাড়িয়েছে এবারের মেডিকেল ভর্তিপরীক্ষার্থীদের জন্য।

আজ ১৯ জানুয়ারি মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল৷ প্রকাশ করা হয়েছে।  এতে দেখা যায় সর্বমোট ৭৩( +,-) মার্ক পাওয়া স্বত্ত্বেও অনেক শিক্ষার্থী চান্স পেতে ব্যর্থ হন। কিন্তু অপর দিকে ৪৫- ৫৫ মার্ক পেয়েও মুক্তিযোদ্ধা কোটায় চান্স পেয়েছে অনেক শিক্ষার্থী।  যা ক্ষুব্ধ করেছে শিক্ষার্থী সহ সচেতন নাগরিকদের।যা নিয়ে রীতিমতো তোলপাড় সোশাল মিডিয়া।ফেসবুকে অনেকে এই ফলাফলের বিরোধীতা করে নতুন করে ফলাফল পরকাশ করার দাবি জানিয়েছেন। কেউ কেউ একে আবার প্রহসনের ফলাফল হিসেবে অ্যাখ্যায়িত করছেন। 
ফেসবুকে জাহিদ ইসলাম নামে একজন লিখেছেন"৭৩ পাই মেডিকেলে চান্স
পাই নাই৷ কোটার জোরে ৪১ পাই চান্স পাইছে।
এই কোটার জন্য আবু সাইদ, মুগ্ধ প্রাণ দিলো। "
জেসমিন জেবা নামে একজন লিখেছেন" কোটা ০% রাখা উচিত।যার যার যোগ্যতায় সে সে চান্স পাবে।বাপ দাদার পরিচয়ে কেন? আর এই কারনে অনেকে বেশি মার্ক পেয়েও চান্স পাচ্ছেনা।হতাশাজনক!এর জন্য আবার এতগুলা মানুষের জীবন গেল!!!"

এবার দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ফলাফলে উত্তীর্ণের সংখ্যা ছাত্রদের চেয়ে দ্বিগুণ। এবার পাসের হার ৪৫. দশমিক ৬২ শতাংশ। অংশগ্রহণকারী এক লাখ ৩১ হাজার ৭২৯ জন পরীক্ষার্থীর মধ্যে মোট ৬০ হাজার ৯৫ জন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন।  

উত্তীর্ণদের মধ্যে ছেলে পরীক্ষার্থী ছিল ২২ হাজার ১৫৯ জন, যা উত্তীর্ণ পরীক্ষার্থীর ৩৬.৮৭%। অন্যদিকে, উত্তীর্ণ মেয়ে পরীক্ষার্থী সংখ্যা ৩৭
হাজার ৯৩৬ জন, যা উত্তীর্ণ পরীক্ষার্থীর ৬৩.১৩%।