বাগেরহাট জেলার মোরেলগন্জ উপজেলার ১৩ নং নিশানবাড়িয়া ইউনিয়নে চরমোনাই পীরের বিশাল মাহফিল অনুষ্ঠিত হয়েছে

বাগেরহাট জেলার মোরেলগন্জ উপজেলার ১৩ নং নিশানবাড়িয়া ইউনিয়নে চরমোনাই পীরের বিশাল মাহফিল অনুষ্ঠিত হয়েছে, ০৩ নভেম্বর রোজ রবিবার উপজেলার বাদামতলা গ্রামে দিন ব্যাপী, জিকির, তালীম,তরবিয়তের মধ্যে দিয়ে চলে, রাত ০৯ টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশর আমির,চরমোনাই পীর হযরত মাওলানা সৈয়দ রেজাউল করিম, তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, মানুষ এখন কথা বলতে পারে,বিগত দিনে মানুষের বাকস্বাধীনতা ছিলো না,তিনি আরো বলেন নামাজ, রোজা,হজ্জ, যাকাত যেভাবে ফরজ, ইসলামি রাজনীতি করাও ফরজ,নবীজি হযরত মোহাম্মদ (সঃ) রাষ্ট্রপ্রতি ছিলেন রাষ্ট্র পরিচালনা করছে,নামাজ,হজ্জ, যাকাত, রোজা পালনের সাথে সাথে ইসলামি হুকুম কায়েম করার জন্য সবাইকে আহবান করেছেন, সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন, নেছারিয়া মাদ্রাসার সাবেক সুপার মাওলানা ওয়াদুদ নুরী,ইসলামি আন্দোলন বাংলাদেশের জেলা নেতা এইচ এম সাইফুল ইসলাম, উপজেলা নেতা মাওলানা আসাদুল্লাহ, মাদ্রাসার মোহ তমিম মাওলানা ওমর ফারুক বিন নুরী সহ স্থানীয় নেতৃবৃন্দ, মাহফিলে বাগেরহাট, খুলনা,মংলা, রামপাল, জিয়া নগর, মোরেলগন্জ ও শরনখোলা সহ দেশের বিভিন্ন স্থান থেকে মুসুল্লিদের আগমন ছিলো,উক্ত সমাবেশ আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি দেখা গেছে।