১৫ ই আগষ্ট রোজ শুক্রবার সন্ধ্যায় মৌলভীবাজার চৌমুহনাস্থ " মামার বাড়ি রেস্টুরেন্ট হল" এ মৌলভীবাজার পৌর জামায়াতের ২, ৩ ও কালেঙ্গা ওয়ার্ড এর কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়।

১৫ ই আগষ্ট রোজ শুক্রবার সন্ধ্যায় মৌলভীবাজার চৌমুহনাস্থ " মামার বাড়ি রেস্টুরেন্ট হল" এ মৌলভীবাজার পৌর জামায়াতের ২, ৩ ও কালেঙ্গা ওয়ার্ড এর কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়। মো: আলামিন বক্স এর সভাপতিত্বে এবং মোঃ মোতাহির আলম এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জনাব, মাওলানা হারুনুর রশিদ তালুকদার ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌরসভা জামায়াতের সেক্রেটারি মোরশেদ আহমদ চৌধুরী। শুরুতেই মহাগ্রন্থ আল কুরআন থেকে দারসুল কুরআন পেশ করেন মৌলভীবাজার জেলা উলামা বিভাগ এর সভাপতি প্রিন্সিপাল শেখ মাওলানা আব্দুল হক সাহেব।অত্যন্ত হৃদয়গ্রাহী আলোচনার বিষয় বস্তু ছিলো দ্বীন কায়েমের আন্দোলনে কর্মীদের ইনফাক ফি সাবিলিল্লাহ গুরুত্বপূর্ণ ভুমিকায় অবতীর্ণ হয়ে আল্লাহর সন্তুষ্টি হাসিল করার প্রচেস্টা অব্যাহত রাখা।প্রধান অতিথি বক্তব্যে বলেন ইসলামী আন্দোলনের কর্মীরা ত্যাগ ও কুরবানীর অনন্য নজির স্থাপন করতে পারলেই মহান রবের সন্তুষ্টি অর্জন সম্ভব করা যেতে পারে।  তখনই  মহান রব  বিজয় দান করেন যখন ইসলামী আন্দোলনের কর্মীরা সাহাবায়ে কেরাম এর আদলে রাসূলে করীম(স) এর অনুসরণ ও অনুকরনের পূর্ণাঙ্গ বাস্তবায়ন করেন,তবেই রবের ওয়াদা বাস্তবায়িত হয়।
বিশেষ অতিথির বক্তব্যে মোরশেদ আহমদ চৌধুরী বলেন আগামী স্থানীয় ও জাতীয় নির্বাচনে সংগঠনের প্রত্যেক কর্মীদের সীসাঢালা প্রাচীরের ন্যায় মাঠে ময়দানে জনগণের দ্বারে দ্বারে দিন প্রতিষ্ঠার আন্দোলনের কর্মীদের ব্যাপক ভূমিকা রাখতে হবে। চাঁদাবাজমুক্ত, দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে ওয়ার্ড,ইউনিয়ন,উপজেলা,পৌর সভার ঘরে ঘরে জনকল্যাণে একেকজন সমাজকর্মীর ভূমিকা প্রত্যেক কর্মীকে পালন করতে হবে। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাইসুল ইসলাম সুজন,দিদারুল আলম মজুমদার, গোলাম কিবরিয়া চৌধুরী প্রমুখ।