মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা কেনা দামে সবজি বিক্রি করেছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে জেলা শহরের চৌমুহনা এলাকায় তারা অনেক কম মূল্যে লাউ ঝিঙ্গা, শশা, আলুসহ নানা কাচা সামগ্রী বিক্রি করছে।ছাত্র আন্দোলন প্রতিনিধি তানজিয়া শিশির বলেন, নিত্যপণ্য কাঁচাবাজারের সামগ্রীগুলোর দাম প্রতিনিয়ত বৃদ্ধি পেয়েছে। আমরা চেষ্টা করছি সাধারণ মানুষকে কেনা দামে সবজি খাওয়াতে। আজ ৩৫ হাজার টাকার সবজি কিনেছিলাম। বেলা ১টার আগে সব বিক্রি হয়ে গেছে। আগামীকাল পৌরসভা প্রাঙ্গণে বিক্রি করা হবে।
এসময় উপস্থিত ছিলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য জাকারিয়া সৈকত ইমন, ছামায়ুর রহমান, জাবেদ রহমান, এহসানুল হক জাকারিয়া, রুহুল আমীন ও শাহ ওসমান জাকি প্রমুখ।সবজির মধ্যে বেগুন কেজি দরে ৫৫ টাকা, পেঁপে ৫০, মুলা ৪০, লেবু হালি ২০, ঝিংগা ৪০, পটল ৪০, লাউ প্রতিটি ৩০, ভেন্ডি ৪৫, কুমড়া