সিরাজগঞ্জে যমুনা নদীর বিভিন্ন স্থান থেকে অভিনব কৌশলে বিদ্যুৎ শকদিয়ে অবৈধ পন্থায় কতিপয় অসাধু মৎস্য ব্যবসায়ীরা মৎস্য নিধন করে বাজার জাত করছেন বলে অভিযোগ উঠেছে।
,এতে দেশীয় প্রজাতির ইলিশ,চিংড়ি,বেলে, বাতাশি,ট্যংড়া,গোলশা,বাঁচা,ঘাইরা,খসল্লা,রিঠা,আইড়, বোয়াল,বাইম,গোচইসহ ছোট-বড় বিভিন্ন প্রজাতির মৎস্য বিলুপ্তির পথে।
জেলা ও উপজেলা মৎস্য অধিদপ্তরের
কর্মকর্তাগনের পক্ষ থেকে অভিযান বা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন না করায় এই মৎস্য নিধন মহামারি আকার ধারণ করেছে।
স্থানীয় নাম প্রকাশে অনিচ্ছুক বেক্তিসহ নদীর তীরে ঘুরতে আসা ভ্রমণ কারী রমজান আলী,সাগর শেখ,ইকবাল হোসেন,আমির হোসেন,আবুশামা শেখসহ অনেকেই জানান,
যমুনা নদীর বিভিন্ন স্থান থেকে দিনে রাতে
অভিনব কৌশলে বিদ্যুৎ শকদিয়ে অবৈধ পন্থায় মৎস্য নিধন করছে কতিপয় অসাধু মৎস্য ব্যবসায়ীরা। প্রায় প্রতিদিনই রাতদিন মিলে চলছে অবৈধ পন্থায় বিভিন্ন প্রজাতির মৎস্য নিধন।
সুত্রে জানাযায়,
প্রমত্ত যমুনা নদীর মিঠা পানিতে জন্ম নেয়া মাছের চাহিদা দেশ জুড়ে।
শুস্কমৌসুমে যমুনা নদীর পানি কমে যাওয়ায় মৎস্য শুন্য হয়ে পড়ায় মাছের আকাল দেখা দিয়েছে অত্র অঞ্চলে।
যমুনা নদীতে চাহিদা তুলনায় আগের মতো মাছ না মিললেও স্থানীয় কতিপয় অসাধু মৎস্য বিক্রেতা ও কতিপয় নৌকার মালিক দীর্ঘদিন যাবৎ তাদের নৌকায় উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যাটারীতে বৈদ্যুতিক তার,এলইডি বাল্ব সহ বিদ্যুৎ সরবরাহের সরঞ্জামাদি লাগিয়ে পানিতে শকদেয়া হয়।
এই পানিতে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎএর শকদেয়ার ফলে নিদৃষ্ট আয়তনে থাকা যমুনা নদীতে জন্মনেয়া দেশীয় প্রজাতির জাটকা, ইলিশ,চিংড়ি,বেলে,বাতাশি,ট্যংড়া,গোলশা, খসল্লা,রিঠা,বাইম, গোচইসহ ছোট-বড় বিভিন্ন প্রজাতির মাছসহ জলজ প্রাণী গুলোও রেহাই পাচ্ছে না এদের হাত থেকে। মৃত্যুর মুখে ধাবিত হয়ে ভেসে উঠছে পানির উপরে।
আর এসময় ওই সকল মৎস্য নিধনকারি
অসাধু লোকেরা চাকতির মতো গোলাকার ও তিনকোন বিশিষ্ট জাল দিয়ে এই মাছগুলো ধরে বিভিন্ন টিন ও পাতিল বোঝাই করে আশপাশের আড়ত ও বিভিন্ন বাজারে এবং বিভিন্ন হোটেলে বিক্রয় করেন বলে জানান।
এতেকরে যমুনা নদীতে জন্ম নেয়া বিভিন্ন প্রজাতির সুস্বাদু মাছ ধ্বংস করছেন বলে জানাগেছে। এতে বিলুপ্তির পথে দেশীয় প্রজাতির ছোট-বড় বিভিন্ন প্রজাতির মাছ।
কতিপয় অসাধু লোকেরা নৌকায় উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যাটারীতে বৈদ্যুতিক তার,এলইডি বাল্ব সহ বিদ্যুৎ সরবরাহের সরঞ্জামাদি লাগিয়ে দীর্ঘদিন যাবৎ পানিতে শকদিয়ে বিভিন্ন প্রজাতির মৎস্য ও জলজ প্রাণী নিধন মহামারি আকার ধারণ করেছে।
স্থানীয় সচেতন মহলের দাবী, হুমকির মুখে ধাবিত দেশীয় প্রজাতির মৎস্য নিধন বন্ধ করনে
জেলা ও উপজেলা মৎস্য কর্মকর্তাদের পক্ষ থেকে দ্রুত অভিযান অব্যহত রেখে অবৈধ পন্থায়
মৎস্য নিধনকারি ওই সকল অসাধু লোকেদের আটক করে আইনের আওতায় এনে কঠিন স্বাস্তী প্রদানের জোরদাবী জানিয়েছেন সচেতন মহলের লোকেরা।