ইং ১৯/০৫/২০২৫খ্রিঃ যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব রওনক জাহান মহোদয়ের নির্দেশক্রমে শার্শা থানার অফিসার ইনচার্জ জনাব কে.এম রবিউল ইসলাম এর নির্দেশনায় শার্শা থানা, যশোরের এসআই(নিঃ)/ হযরত আলী, এসআই(নিঃ)/মোঃ সোহানুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি টিম শার্শা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে রাত ২২.৩৫ ঘটিকায় অত্র থানাধীন মাটিপুকুর সাকিনস্থ জনৈক করিম হোসেন, পিতা-মৃত হাসেম আলী ব্যাপারী এর বসত ঘরে শয়ন কক্ষের ভিতর হতে ১) মোঃ করিম হোসেন, ২) মোঃ মামুনুর রশিদ নামের দুইজন ব্যক্তিকে একটি বন্যপ্রাণী তক্ষক নাম সাপ সহ গ্ৰফতার করেছে। এর আগেও আসামী মোঃ করিম হোসেন বিরুদ্ধে একই অপরাধে থানায় একটি মামলা রয়েছে।
এসংক্রান্তে থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্ৰেফতারকৃত আসামিদ্বয়ের নাম ও ঠিকানাঃ 
১) মোঃ করিম হোসেন (৪৮), পিতা-মৃত হাসেম আলী ব্যাপারী, সাং-মাটিপুকুর (পশ্চিমপাড়া), থানা-শার্শা, জেলা-যশোর, 
২) মোঃ মামুনুর রশিদ (৪২), পিতা-আব্দুল হান্নান, সাং-সাহেবনগর, থানা-গাংনি, জেলা-মেহেরপুর।