জামায়াতের নায়েবে আমির ও সুনামগঞ্জে জেলা শ্রমিককল্যাণ ফেডারেশন এর উপদেষ্টা এ্যাড. শামসুদ্দীন বলেন,আল্লাহপাক আমাদেরকে সৃষ্টি করেছেন, তার খেলাফত এবং ইবাদতের জন্য। আল্লাহ তায়ালা বলছেন,যারা আল্লাহর আদেশ অনুযায়ী বিচার পরিচালনা করে না,তারা হচ্ছে জালিম,তারা হচ্ছে ফাসিক।সুতরাং, আল্লাহর এই আদেশকে প্রতিষ্ঠা করার জন্য হযরত আদম ( আঃ) থেকে শুরু করে হযরত মোহাম্মদ ( সঃ) পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ নবী-রাসুল এসেছেন আল্লাহর এই দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য এই জমিনে।সকল নবী-রাসুল আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে পারেননাই কিন্তু কয়েকজন নবী-রাসুল দ্বীনকে প্রতিষ্ঠা করেছেন।কিন্তু তারা কখনও ব্যর্থ হননাই।আমরা দ্বীনকে প্রতিষ্ঠা করতেই হবে,আমাদের মাধ্যমে সেটা বিষয় নয়।আমাদের কাজ হচ্ছে, আল্লাহর আদেশ অনুযায়ী খেলাফতের দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের আইন হচ্ছে দু'টি। একটি হচ্ছে, প্রাকৃতিক আইন।প্রাকৃতিক আইন, যেমন আল্লাহ তায়ালা আমাদেরকে তৈরি করেছেন, আমরা কথা বলতে পারতেছি,দেখতেছি,শুনতেছি, আমাদের রক্তা সঞ্চালন হচ্ছে, আকাশ চলতেছে,মেঘ- বৃষ্টি হচ্ছে,বাতাস বইতেছে,আগুন জ্বলতেছে,সেটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রাকৃতিক আইন। সেই আইনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাহিনী তৈরি করেছেন, সেটাকে দায়ী করার জন্য। কিন্তু আল্লাহ তায়ালা যে বিধিগত আইন তৈরি করেছেন, যেসমস্ত আসমানী কিতাব দিয়েছেন,সেই সমস্ত কিতাবে যে নির্দেশনা আছে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেখানে আল্লাহ তায়ালা আইন তৈরি করেছেন কিন্তু সেটা বাস্তবায়নের জন্য কোনো বাহিনী তৈরি করেননি। সেই দায়িত্ব আমাদেরকে দিয়েছেন সৃষ্টির সেরা, আশরাফুল মাখলুকাত হিসেবে আমাদের দিয়েছেন দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য।শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্টিত বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ জেলাশাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন তিনি।বিদায়ী কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলম এর সভাপতিত্বে ও সেক্রেটারি লুতফুর রহমান দুলালের সঞ্চালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিককল্যান ফেডারেশন সিলেট অঞ্চলের পরিচালক মাওলানা ফারুক আহমেদ, শ্রমিক কল্যান ফেডারেশনের উপদেষ্টা ও সুনামগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল্লাহ, শ্রমিক কল্যান ফেডারেশন সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক কল্যান ফেডারেশন এর কোষাধ্যক্ষ ওয়াসিদ আলী, শ্রমিক নেতা জসিম উদ্দিন, দৈনিক সংগ্রাম প্রতিনিধি এডভোকেট মহসিন রেজা মানিক, আইবিডব্লিউ সুনামগঞ্জ জেলা সভাপতি আলহাজ্ব ফরিদ উদ্দিন, শ্রমিক কল্যান ফেডারেশনের সুনামগঞ্জ পৌরসভার সভাপতি সিরাজুল হক ওলী, তাহিরপুর উপজেলা সভাপতি সালেহ আহমেদ প্রমুখ। সম্মেলনের শুরুতেই উদ্বোধনী বক্তব্য রাখেন শ্রমিক কল্যান ফেডারেশনের সুনামগঞ্জ জেলার সভাপতি মো:শাহআলমসম্মেলনে ২০২৫-২৬ সেশনের জন্য মোমতাজুল হাসান আবেদকে সভাপতি ও লুতফুর রহমান দুলালকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। কমিটিতে সহ-সভাপতি ৩ জন হচ্ছেন মোহাম্মদ শাহ আলম, রিয়াজুল ইসলাম তালেব, আব্দুল হাকিম। সহকারী সাধারণ সম্পাদক ৩ জন হচ্ছেন জসিম উদ্দিন, মিজানুর রহমান, আব্দুল হান্নান। এছাড়াও নির্বাচিত অন্যান্য নেতৃবৃন্দ হলেন সহকারী মহিলা সম্পাদিকা হোসনে আরা হাসি, কোষাধ্যক্ষ ওয়াসিদ আলী, ট্রেন ইউনিয়ন সম্পাদক ক্বারী নুরুল আমিন, সহকারী ট্রেড ইউনিয়ন সম্পাদক রায়েজ নুর, সাংগঠনিক সম্পাদক হাফিজ আব্দুর রাজ্জাক, সহসাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম ইমতিয়াজ, দপ্তর সম্পাদক কামরুল ইসলাম ফরিদ, সহকারী দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, সাহায্য ও পুনর্বাসন সসম্পাদক গোলাম মোস্তফা, প্রচার সম্পাদক এনামুল হক, সহকারী প্রচার সম্পাদক মাইন উদ্দিন নাহিদ, পাঠাগার সম্পাদক আব্দুর রউফ, প্রকাশনা সম্পাদক আব্দুর রহিম, শিক্ষা ও প্রশিক্ষন সম্পাদক উবায়দুল হক, আইন আদালত সম্পাদক শফিউল আলম, সংস্কৃতি সম্পাদক দেলোয়ার হোসেন, তালিমুল কোরাআন সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম।কার্যকরী কমিটির সদস্যরা হলেন রফিক আহমদ, গুল আহমদ, নুর উদ্দিন, রুহুল আমিন, আনোয়ার হোসেন, কমরুন নুর, মোসাদ্দিক, মামুন আহমেদ, পারুল আক্তার, মরিয়ম আক্তার।সভার কার্যক্রম শুরুর আগে ২০২৫-২০২৬ সেশনের নতুন কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করানো হয় এবং ইসলামী সংগীত পরিবেশন করা হয়।