বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর যুব অঙ্গসংগঠন। জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার সাথে সাথে ১৯৭৮ সালের ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নামে বিএনপির যুব সংগঠন প্রতিষ্ঠা করেন। যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২৮,১০,২০২৪ই সন্ধ্যা ০৬.৩০থেকে ০৭.৩০ মিনিট পর্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয় ইয়াংছা বাজারের সমবায় সমিতির অফিসে। উক্ত আলোচনায় উপস্থিত ছিলেন ১.আব্দুল হামিদ (সাবেক ছাত্রদলের আহ্বায়ক) ৩নং ফাঁসিয়াখালী।২.রাশেদুল ইসলাম( সহ-সভাপতি ) যুবদল ৩নং ফাঁসিয়াখালী।৩.মোঃ সাবের (সহ-সভাপতি) যুবদল ৩নং ফাঁসিয়াখালী । ৪.মোঃ সোহেল (সহ-সভাপতি) স্বেচ্ছাসেবক দল ৩নং ফাঁসিয়াখালী। ৫.মোঃ মিজান। ৬.মোঃতালহা,৭ দুদু মিয়া, মোঃ আরিফ সহ উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। উক্ত আলোচনায় যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী সম্পর্কে আলোচনা করা হয়েছে। এবং ০২,১১,২০২৪ই লামা উপজেলা মধ্যে এক বিশাল প্রোগ্রামে আসবেন বান্দরবান জেলা বিএনপির সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির একজন ত্যাগী ও প্ররিশ্রমী নেতা সাচিং প্রু জেরি। উক্ত প্রোগ্রামে কীভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঠিক ও ত্যাগী কর্মিদের যোগদান ও কি ভাবে সহযোগিতা প্রয়োজন তা নিয়ে আলোচনা হয়। সিনিয়র নেতৃবৃন্দকে দায়িত্ব পালনের আহ্বান করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের শক্তি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম দলের জন্যই। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে।পরবর্তী ১০ তারিখে সবার সাথে বসে মত বিনিময় সভার জন্য বলা হয়।