"সুস্থ সুন্দর পরিবেশ , আগামীর বাংলাদেশ" এই স্লোগান কে সামনে রেখে রোজ রবিবার ২৯ জুন দুপুর ১২ঃ ৩০ ঘটিকার সময় শ্রীমঙ্গল উপজেলা যুব ফোরামের সদস্যদের উদ্যোগে শ্রীমঙ্গল উপজেলা যুব ফোরামের আহবায়ক আফজাল হোসাইন মুন্নার সভাপতিত্বে ও খোকন আহমেদ এর সঞ্চালনায় শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে এক বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বৃক্ষরোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার রয়েল প্রাইভেট হাসপাতালের ম্যানেজিং ডাইরেক্টর ফাহাদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া ব্যক্তিত্ব আব্দুল কাদির জিলানী এবং আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী মোঃ শিহাব খান।
এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন, মৌলভীবাজার ফ্রেন্ডস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান লোবন, বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের গীতিকার পারভেজ হাসান ও জিআরপি থানার অফিসার কামাল হোসেনসহ শ্রীমঙ্গল উপজেলা যুব ফোরামের সকল সদস্যবৃন্দ।