লালমনিরহাট  জেলাটি সীমান্তবর্তী এলাকা হওয়ায় কারণে মাদকদ্রব্যসহ নেশা জাতীয় দ্রব্য গুলো অতি সহজেই হাতের নাগালে পাওয়া যায়। এবং এগুলো সহজলভ্য হওয়ার কারণে যুব সমাজের মধ্যে অতি দ্রুত ছড়িয়ে পড়ছে।

 লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টং ভাঙ্গা ইসলামপুর গ্রামটি মাদকমুক্ত , আধুনিক ও সুন্দর গ্রাম গড়ার লক্ষ্যে ১৮মার্চ ২০২৫ ইং " তারুণ্যের শক্তি " নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন গঠন করা হয়।
এবং গত ১৯মার্চ ২০২৫ সংগঠনটির নিবার্হী কমিটির তালিকা  প্রকাশিত হয়।

 সভাপতি এন আই সোহাগ এর‌ নেতৃত্বে সহ সভাপতি মোঃ সাগর আহমেদ । সাধারণ সম্পাদক মেহেদী হাসান শাওন ।যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ তারেক রহমান, মোঃ কোরবান আলী। সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াছ আলী।সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রব্বানী ইসলাম। প্রচার সম্পাদক মুস্তাকিম বিল্লাহ মিরাজ, মোঃ রাকিব মিয়া। ক্যাশিয়ার মোঃ মাজহারুল ইসলাম। দপ্তর সম্পাদক মোঃ সুমন রানা । শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ সাকিব আল হাসান মুন্না ।ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ ফজলে রাব্বি , কাউসার আলী। ক্রিয়া সম্পাদক মোঃ শাকিল হোসেন। 

সংগঠনের নির্বাহী সদস্যরা বলেন টং ভাঙ্গা ইসলামপুর গ্রামটি সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে যুব সমাজ দিন দিন মাদকাসক্ত ও অনলাইন জুয়ায় লিপ্ত হচ্ছে । তাই এ সংগঠনের মাধ্যমে বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন , গাছ লাগা ,রক্ত দান ,অন্ধকার রাস্তা গুলোতে আলোর ব্যবস্থা করা ,অসহায় দোস্তদের মধ্যে শীতের বস্ত্র বিতরণ, অসুস্থ ব্যক্তিকে জরুরি অবস্থা নিকটবর্তী হাসপাতালে পাঠানোসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজের মাধ্যমে যুব সমাজকে এবং আগামীর প্রজন্মকে অনলাইন জুয়া এবং নেশা জাতীয় দ্রব্য থেকে দূরীকরণে কাজ করবে ‌ । 

সংগঠনদের এক নির্বাহী সদস্য বলেন আইয়ামে জাহেলিয়া যুগ যখন অন্ধকারে নিমজ্জিত ছিল এ সময়ে "'হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম'"  মাত্র ১৭ বছর বয়সে কিছু সংখ্যাক যুবকদের কে নিয়ে হিলফুল ফুজুল ( শান্তি সংঘ) নামে একটি সংগঠনের মাধ্যমে নারীদের সম্মান রক্ষা, বিদেশে বণিকদের সাহায্য এবং যুদ্ধে আহতদের কে সুস্থ করার জন্য কাজ করতো। ঠিক তেমনি তারুণ্য শক্তি সংগঠনটি কাজ করবে ।