"ফায়ার" ক্লাব এর আয়োজনে ৩৬ শে জুলাই শহীদ স্মৃতি কাপ ফুটবল টূর্ণামেন্ট বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে মৌলভীবাজার শহরের রঘুনন্দনপুরে লিজেন্ড স্পোর্টস এরিনা ইনডোর স্টেডিয়ামে  ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।জননেতা মো: আব্দুল মান্নান সেখানে প্রধান অতিথি ' র বক্তব্যে এই কথাগুলো তিনি বলেন।
কেন্দ্রীয় মজলিসে শুরা ও সিলেট অঞ্চল টিম সদস্য এবং মৌলভীবাজার জেলা জামায়াতের সাবেক আমীর আব্দুল মান্নান বলেছেন, যুব সমাজ হচ্ছে সব পরিবর্তনের মূল, এই ৩৬ জুলাইয়ে যুব সমাজের ভূমিকা অগ্রগণ্য। সুতরাং আগামীতেও চাঁদাবাজ জুলুমবাজ মুক্ত ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে আপনারা যদি ভূমিকা রাখেন, তাহলে ইনশাল্লাহ এই দেশ একটি সুন্দর সোনালী সমাজে গঠিত হবে।
যুবকদের উদ্দেশ্য আব্দুল মান্নান আরো বলেন, আপনারা দুটি দলই অনেক ভালো খেলেছেন। খেলাতে হার এবং জিত রয়েছে একটি দল বিজয়ী হবে এবং অপরটি পরাজিত হবে এটাই স্বাভাবিক। আমরা উভয়কেই মোবারকবাদ জানাচ্ছি। আমি আশাবাদ ব্যক্ত করছি আপনারা আগামীতে বিভাগীয় পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে ও খেলার সুযোগ পাবেন এবং এই মৌলভীবাজার জেলার মুখ উজ্জ্বল করতে পারবেন আমার এই আত্মবিশ্বাস জন্মেছে আপনাদের এই খেলা দেখে।ফায়ার ক্লাবের উপদেষ্টা মো: মোতাহির আলম এর সঞ্চালনায় ও খেলা পরিচালনা কমিটির সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী এর সভাপতিত্বে এবং খেলা পরিচালনা কমিটির সেক্রেটারি কাওছার আহমদ এর সার্বিক পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌর জামায়াতের আমির হাফেজ তাজুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবী ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন, জেলা জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এড. আব্দুল ওয়াহিদ,মৌলভীবাজার জেলা ও দায়রা জজ কোর্টের সিভিল কোর্ট কমিশনার রিপন আহমদ,সাংবাদিক আব্দুল ওয়াদুদ, ওয়ারিয়র্স অফ জুলাই মৌলভীবাজার জেলার আহ্বায়ক ডা. মো: সাহাব উদ্দিন বাবলু,মৌলভীবাজার ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর ও মৌলভীবাজার  সদর উপজেলা যুব বিভাগের সভাপতি সাকিবুর রহমান মেরাজ, পৌর সভার ০২ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদ প্রার্থী দিদারুল আলম মজুমদার। বক্তারা বলেন বিগত আওয়ামী ফ্যাসিবাদের মূলতপাঠনে অগ্রনী ভূমিকা রেখেছেন, যারা শহিদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা স্মরণ রেখে সুন্দর বাংলাদেশ গড়তে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান। মৌলভীবাজার পৌর সভা জামায়াতের ০৩ নং ওয়ার্ডের সার্বিক সহোযোগিতায়  "ফায়ার ক্লাবের " উদ্যোগে ৩ নং ওয়ার্ডের অন্তর্গত এলাকাধীন ১০ টি দলের অংশগ্রহণ এবং ৪৬ টি ম্যাচের এর মাধ্যমে প্রানবন্ত জমজমাট ফুটবল টূর্ণামেন্ট এর ফাইনাল খেলায় অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন --মৌলভীবাজার পৌর যুব বিভাগের সেক্রেটারি হাফেজ মো সাইফ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী ও শিক্ষানুরাগী জহির মাহমুদ, শাহ ফাহিম, ব্যবসায়ী বিভাগ ০৩ নং ওয়ার্ড সভাপতি সৈয়দ আব্দুল হানিফ ফুয়াদ,জুলাই যোদ্ধা নিজাম উদ্দিন রুমন, শ্রমিক কল্যাণ ফেডারেশন এর ৩ নং ওয়ার্ডের সভাপতি শামিম আহমদ, ব্যবসায়ী আব্দুল কাদের রতন,খেলা পরিচালনা কমিটির সদস্য মাওলানা ফজলুর রহমান হেলালী,নাসির উদ্দিন সুমন,ফায়ার ক্লাব পরিচালক মো: জানে আলম ও সহ পরিচালক মোশাররফ রিয়াদ সহ আরো অনেকে।খেলা শেষে অতিথিরা চ্যামপিয়ান,রানার্স আপ ও তৃতীয় স্থান অধিকারকারী দের মধ্যে পুরুষ্কার ও মেডেল তুলে দেন।