রংপুরের গংগাচড়া উপজেলায় ঔষুধের দোকানে অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা।এসময় সহোযোগিতায় ছিলেন ঔষুধ প্রশাসন রংপুরের পরিদর্শক মোকছেদুল আমিন। সোমবার বিকেলে উপজেলার গংগাচড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মেয়াদহীন ঔষধ, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় ও নানা অনিয়মের অভিযোগে মমতাজ ফার্মেসী ও মেসার্স খুকু মেডিসিন কর্নারের স্বতাধীকারী মমিনুল ইসলাম ও আব্দুল জলিল নামে দুই ঔষধ ব্যবসায়ীকে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়। গংগাচড়া উপজেলার নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা বলেন,ঔষুধ প্রয়োগের মাধ্যমে একজন মানুষের জীবন বাচে এবং সুস্থ হোন। কিন্তু বেশ কিছু অসাধু ব্যবসায়ী অধিক লাভের আশায় মেয়াদহীন ঔষধ, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় করেন বলে অভিযোগ এসেছে। ওষুধ প্রশাসনের কর্মকর্তারা সহ আমরা বেশ কিছু দোকানে অভিযান পরিচালনা করেছি এরমধ্যে দুটি দোকানে মেয়াদহীন ঔষধ, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অপরাধে তিন হাজার টাকা জরিমানা কর হয়েছে। তিনি আরো বলেন,উপজেলার সকল ঔষুধ বিক্রেতাদের সতর্ক করা হয়েছে, তার পরেও যদি কোন অনিয়ম পাওয়া যায় তাহলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।এমন অভিযান অব্যাহত থাকবে। এ সময় দোকানগুলোতে জনগণের জ্ঞাতার্থে ঔষুধ প্রশাসনের পক্ষ থেকে সতর্কতামূলক পোস্টার সাঁটানো হয়।