গত ৮ সেপ্টেম্বর এনএসসি'র এক বিজ্ঞপ্তিতে স্টেডিয়ামগুলোর নাম পরিবর্তন করে সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে দ্রুত নতুন নামের সাইনবোর্ড স্থাপনের নির্দেশ দেয়া হয়। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম।
তবে স্থানীয়রা এ নামকরণকে স্বাগত জানালেও রংপুরবাসীর দীর্ঘদিনের চাওয়া একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণের দাবিকে আবারও সামনে এনেছেন।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী ও শহীদ আবু সাঈদের বন্ধু শাহরিয়ার সোহাগ বলেন, নামের পরিবর্তনের চেয়ে মানের পরিবর্তন অধিক প্রয়োজন ছিল। রংপুর স্টেডিয়াম এখনও একটি জেলা পর্যায়ের স্টেডিয়াম। এটি এখনো বিভাগীয় স্বীকৃতি পায়নি। অথচ এ অঞ্চলের মানুষের ক্রীড়া উন্মাদনা সারা দেশে পরিচিত। আমাদের দাবি, প্রথম ধাপে রংপুর স্টেডিয়ামকে একটি আধুনিক বিভাগীয় স্টেডিয়ামে উন্নীত করা হোক। এটি খুবই ন্যায্য দাবি।
বেরোবির আরেক শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক রহমত আলী বলেন, নাম পরিবর্তনকে আমরা শ্রদ্ধা জানাই। তবে শুধু নাম বদলালেই রংপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে না। আমাদের মূল দাবি ছিল রংপুরে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ। সেটি যদি আপাতত সম্ভব না-ও হয়, তবে অন্তত একটি জাতীয় মানের বা বিভাগীয় স্টেডিয়াম এখনই গড়ে তোলা প্রয়োজন। রংপুর একটি বিভাগীয় শহর। এখানে লাখো মানুষের ক্রীড়ানুরাগ, তরুণদের প্রতিভা ও সম্ভাবনাকে তুলে ধরতে আধুনিক অবকাঠামো জরুরি।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের সাবেক আহ্বায়ক ইমতিয়াজ ইমতি বলেন, নামকরণের পাশাপাশি স্টেডিয়ামের আধুনিকীকরণ ও কাঠামোগত উন্নয়ন করতে হবে। তাহলেই শহীদ আবু সাঈদের নাম মর্যাদা পাবে। রংপুরবাসীর বহুদিনের দাবি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ। আমরা আশা করি সরকার দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেবে।