বর্তমান সময়ে বাংলাদেশে অনেক বার তরমুজ তথা বাজার সিন্ডিকেট নিয়ে অভিজান চালিয়ে ছেন ম্যাজিস্ট্রেট (ভ্রাম্যমাণ আদালত)। তরমুজ কেজি দরে বিক্রি করা নিসিদ্ধ করেন এ আদালত । আজকে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারসহ বিভিন্ন এলাকায় দেখা জায় সম্পূর্ণ বীপরির পরিস্থিতি এ অসাধু ব্যবসায়ীরা তরমুজ কেজি দরে বিক্রি করছে প্রতি কেজি তরমুজ ৬০ থেকে ৭০ টাকা বিক্রি করছেন। আবার যখন প্রশাসন আসছেন তখন পিছ হিসাবে বিক্রি করছেন। আজ আমি একটি দোকান যাচাই করতে দাম জানতে চাইলে বিক্রেতা জানায় যে ১ পিছ (৭ থেকে ১০ কেজি ওজনের) তরমুজ ৩৫০ টাকা অর্থাৎ প্রতি কেজি দাম পড়ে ৩৫ টাকা থেকে ৫০ টাকা। এক ক্রেতা বলেছেন যে আমি এ বছর এখন ও পর্যন্ত তরমুজ ক্রয় করতে পারি নাই আমার এক দিনের আয় হয় ৩৫০ থেকে ৫০০ টাকা একটা তরমুজ কিনলে সেদিন আমার সংসারের সকলকে না খেয়ে থাকতে হবে এ জন্য আমি কিনতে পারিনা। এ ক্রেতা আরো বলেন যে প্রশাসন যদি প্রতিনিয়ত বাজার মনিটরিং করে তাহলে হয়তো কিনে খেতে পারব! অর্থাৎ জনসাধারণের দাবি যে তরমুজ জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে আনার জন্য প্রশাসন যেন কাজ করে।
সুতরাং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া খুবই জরুরি।