নওগাঁর রাণীনগরে রাতে এবং দিনে পৃথক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে । এতে তিনটি গরু দগ্ধ হয়ে মারা গেছে

নওগাঁর রাণীনগরে রাতে এবং দিনে পৃথক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে । এতে তিনটি গরু দগ্ধ হয়ে মারা গেছে। এছাড়া রাতের রহস্যজক আগুনে নগদ একলক্ষ টাকাসহ বাড়ী-ঘর ভস্মিভূত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে উপজেলার ত্রিমোহনী বাজারে দুলাল মন্ডলের ছেলে হাসুময়িা মন্ডলের বাড়ীতে এবং বুধবার দুপুর একটা নাগাদ উপজেলার পশ্চিম বালুভরা গ্রামে সোহরাব হোসেনের গোয়াল ঘরে ও বাড়ীতে। পৃথক আগুনে মোট প্রায় ১৪লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানাগেছে। তবে ত্রিমোহনী আগুনের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ত্রিমোহনী বাজারের হাসুমিয়ার বোন সাথী আক্তার জানান,গভীর রাতে হঠাৎ করেই বাড়ীতে আগুন জ্বলতে দেখেন তার মা। এর পর চিৎকার করে লোকজন আসলে আগুন নিভানোর চেষ্টা করে। পরে আগুনের গতি আরো বেরে যাওয়ায় রাণীনগর ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে করে। ততক্ষনে বাড়ীতে থাকা নগদ একলক্ষ টাকা,টিভি,ফ্রিজ,চাল,ডাল.ধানসহ তিনটি কক্ষের সম্পন্ন আসবাবপত্র ও মালামাল পুরে ভস্মিভূত হয়ে যায়। সাথী আক্তার আরো জানান, কিভাবে আগুন ধরেছে এটা আমরা কেউ বলতে পারছিনা। তবে কেউ শত্রæতা বসত: ধরেও দিতে পারে। আগুনে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।
অপর দিকে রাণীনগর ফায়ার সার্ভিসের ষ্টেশন লিডার দেলোয়ার হোসেন জানান,বুধবার দুপুর একটা নাগাদ উপজেলার পশ্চিম বালুভরা গ্রামে আবুল হোসেনের ছেলে সোহরাব হোসেনের বাড়ীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে তিনটি গরু আগুনে দগ্ধ হয়ে মারা যায়। এতে আগুনে প্রায় ১০লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করছেন তিনি। তবে এটি বিদ্যুতের সর্টসার্কিট থেকে এই আগুনের সুত্রপাত হয়েছে বলে জানিয়েছেন তিনি। এছাড়া রাতে ত্রিমোহনী বাজারে হাসুমিয়া মন্ডলের বাড়ীতে আগুনে নগদ টাকাসহ তিনটি কক্ষের সম্পন্ন মালামাল ভস্মিভূত হয়ে গেছে। তবে কিভাবে আগুনের সুত্রপাত হয়েছে তা প্রাথমিকভাবে জানা সম্ভব হয়নি।রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো: রায়হান জানান,খবর পেয়ে রাতেই ত্রিমোহনী বাজারের ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। এঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ক্ষতিয়ে দেখা হচ্ছে। তবে কেউ আগুন ধরে দিয়ে থাকতে পারে হাসুমিয়া এমনটি মৌখিকভাবে জানালেও লিখিত অভিযোগে আগুন লাগার বিষয়ে স্পষ্ট করে কিছু উল্লেখ করেনি। এছাড়া পশ্চিম বালুভরা গ্রামে আগুনের ঘটনা ক্ষতিয়ে দেখতে পুলিশ পাঠানো হয়েছে।