ধানমন্ডি থানা সংবাদদাতা: Student’s Help Association of Bangladesh(SHAB) এর পক্ষ থেকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় আয়োজিত হয়

ধানমন্ডি থানা সংবাদদাতা: Student’s Help Association of Bangladesh(SHAB) এর পক্ষ থেকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় আয়োজিত হয় The Environmental Reform-2024 শীর্ষক সেমিনার। এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর আব্দুল আউয়াল খান, ডিপার্টমেন্ট অব ল এবং স্কুল অব ল, ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাকিরুল আলম সাকিল, সাব-এডিটর, দৈনিক ইত্তেফাক। সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সিইও, রিয়াজ উদ্দিন ইফান ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মঞ্জুরি জাহান, শিক্ষার্থী, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ। 
উক্ত সেমিনারের প্রধান আলোচ্য বিষয়, জলবায়ু পরিবর্তন এবং এর ফলে আমাদের যেসকল ক্ষতি হয়ে থাকে, সে সকল বিষয়গুলোকে রোধে বর্তমান প্রজন্মকেই দায়িত্ব পালন করতে হবে। এই সংগঠনের V10 নামে ভিশন আছে, যা তারা অদূর ভবিষ্যতে বাস্তবায়ন করতে চায় এবং যার অধিকাংশ বিগত ৫ বছরে করে ফেলছে।তাদের ভিশন V10 হলো - ১) অসহায় শিক্ষার্থীদের আর্থিক সহযোগীতা।২) এককালীন আর্থিক সহযোগিতা। ৩) অসচ্ছলতা অঞ্চল সহ পিছিয়ে পরা অঞ্চলের শিক্ষার্থীদের সহায়তা। ৪) দূর্যোগে মানুষের পাশে দাড়ানো। ৫) দূর্যোগে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী এবং আর্থিক সাহায্য ৬) পরিবেশ ভারসাম্য রক্ষায়, সংস্কারে ভূমিকা।৭) শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা। ৮) পার্ট টাইম জব ফর স্টুডেন্ট ৯) আইটি শিক্ষা ১০) মানসিক ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্হা উক্ত সেমিনারে প্রধান অতিথি প্রফেসর আব্দুল আউয়াল খান বলেন, "শিক্ষার্থীরা পরিবেশ সহ সমাজে যেকোনো ইতিবাচক পরিবর্তন আনার জন্য অনুঘটক। তাদের জ্ঞান, আবেগ এবং অন্যদের অনুপ্রাণিত করার ক্ষমতা রয়েছে। তারা তাদের পদ্ধতিগত এবং সংগঠিত কার্যকলাপের মাধ্যমে একটি পরিষ্কার এবং দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করতে পারে। সৃজনশীলতা, সচেতনতা এবং প্রতিশ্রুতি, আমরা আমাদের গ্রহকে রক্ষা করতে সক্ষম হব এবং বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের জন্য দায়িত্বশীল সংস্কৃতিকে অনুপ্রাণিত করতে পারব। এই বিশ্বের জলবায়ু পরিবর্তনের কারণে বিভিন্ন রোগবালাই সহ ভয়ানক ক্যন্সারও হতে পারে।"
বিশেষ অতিথি সাকিরুল আলম সাকিল এর মতে , সমাজ গড়ায় বর্তমান শিক্ষাসমাজকে আরো সচেতন হতে হবে এবং সুন্দর পরিবেশ গড়তে হবে।সংগঠনটির প্রতিষ্ঠাতা এবং সিইও উপস্থিত সদস্যদের উদ্দেশ্যে বলেন, পরিবেশ রক্ষায় আমাদের সকল শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। জলবায়ু পরিবর্তন রোধে এ প্রজন্মকে সচেতন হতে হবে। আমরা যদি সচেতন হই, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটি সুস্থ ও বাসযোগ্য পৃথিবী রেখে যেতে পারব। তাই আসুন, পরিবেশ রক্ষায় সকলে একত্রে কাজ করি।উক্ত সেমিনারে আরও বক্তব্য রাখেন সংগঠনটির জেনারেল সেক্রেটারি সিফাত আহমেদ, সদস্য আবির, সানজিদা মম, মুনিয়া মিম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্যম্পাস প্রতিনিধিরা।