রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে মানিক কুমার ঘোষ (৫০) নামে এক আওয়ামী লীগের সমর্থককে গ্রেপ্তার করেছে। তিনি গোয়ালন্দ ঘাট থানার পৌর ১নং ওয়ার্ডের মাষ্টারপাড়ার মৃত বাসুদেব ঘোষের ছেলে।
বৃহস্পতিবার (৩ জুলাই) রাত পৌনে ১১ টার সময় তার বসতবাড়ী থেকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ।
গোয়ালন্দ ঘাট থানা সূত্র জানায়, গত ৪ আগস্ট দুপুরে গোয়ালন্দ রেলগেইট এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের উপর গুলি বর্ষণ সহ নানা অস্ত্র দিয়ে হামলা চালায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এ ঘটনায় গত ১০ ডিসেম্বর গোয়ালন্দ উপজেলার দেবগ্রামের মোঃ শাহজাহানের ছেলে ও রাজবাড়ী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র শরীফুল ইসলাম ৫৯ জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাত আরো ৩-৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাকিবুল ইসলাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীর দায়ের করা মামলার আসামী মানিক কুমার ঘোষকে গ্রেপ্তার করা হয়। তাকে শুক্রবার সকালে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে। এ মামলার অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।