সুনির্দিষ্ট কোন মামলা ছাড়াই এক নারীকে হয়রানী, ধর্ষণচেষ্টা ও চাঁদা দাবির ঘটনায় রাজবাড়ীর পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপপরিদর্শকসহ (এসআই) ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
রবিবার (০৬ এপ্রিল) রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামের এক গৃহবধূ এ মামলাটি দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল অভিযোগ তদন্তের জন্য ফরিদপুরের পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ২ এপ্রিল রাত ১১টার দিকে ওসি মো. সালাউদ্দিনের নির্দেশে এসআই হিমাদ্রি হাওলাদার ও সহযোগী আরিফ হোসেন ওই গৃহবধূর বাড়িতে হানা দেয়। এ সময় হিমাদ্রি ও সহযোগী আরিফ হোসেনসহ অন্য সদস্যরা গৃহবধূর বাড়ির বিভিন্ন কক্ষে তার স্বামীকে খোঁজার অজুহাতে তল্লাশি চালায়। একপর্যায়ে গৃহবধূর স্বামীকে না পেয়ে পুলিশ সদস্যরা গৃহবধূকে টেনেহিঁচড়ে রুম থেকে এনে তাকে ধর্ষণচেষ্ঠা করেন।
পরে সেদিন রাতেই ওই গৃহবধূকে পাংশা থানায় নিয়ে ওসির নির্দেশে শারীরিক, মানসিক ও দৈহিক নির্যাতন চালান হয়। এক পর্যায়ে স্থানীয় লোকজন ওই গৃহবধূকে ছাড়িয়ে আনার জন্য থানায় গেলে তাদের কাছ থেকে ২০ হাজার টাকা উৎকোচ গ্রহণসহ মোটা অংকের টাকা দাবি করা হয়। তবে বিক্ষুব্ধ জনতার চাপের মুখে পরদিন তারা ওই গৃহবধূকে ছেড়ে দেন।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর অভিযোগ করা হয়েছে।
রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর এ্যাড. মো. জাহিদ হোসেন বলেন, ‘অভিযোগ তদন্তের জন্য মামলার নথিপত্র পিবিআই দপ্তরে পাঠানো হয়েছে।’