রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা-যমুনার মোহনায় ধরা পড়েছে ১৯ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি বিশাল কাতল মাছ।

বুধবার (১০ সেপ্টেম্বর)  দুপুরে মানিকগঞ্জের জাফরগঞ্জ এলাকার জেলে সুনাই হালদারের জালে ধরা পড়ে এ কাতল মাছটি।

জানা গেছে, মাছটি দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার আনু খাঁর আড়তে আনা হলে স্থানীয় মাছ ব্যবসায়ী মো. চাঁন্দু মোল্লা কেজি প্রতি ২ হাজার ৩০০ টাকায় কিনে নেন। এতে মাছটির মোট দাম দাঁড়ায় ৪৪ হাজার ৩৯০ টাকা।

মাছ ব্যবসায়ী চাঁন্দু মোল্লা বলেন, ‘আমি ব্যবসার জন্য মাছটি কিনেছেন। বিক্রির জন্য ইতোমধ্যেই ভিডিও কলের মাধ্যমে দেশ-বিদেশের ক্রেতাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। কেজি প্রতি মাত্র ১০০ টাকা লাভ পেলেই মাছটি বিক্রি করে দেবেন।’

গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, ‘নদীতে এখন বড় আকৃতির দেশীয় প্রজাতির মাছ ধরা পড়ছে। মৌসুমে এ ধরনের মাছ সাধারণত ফ্যাসন, কৌনা, কচাল ও চাকা ওয়ালা ঘাইলা বেড় জালে ধরা পড়ে। নদীর পানি কমতে থাকলে আগামী দিনে আরও বড় বড় মাছ ধরা পড়বে।