শনিবার সন্ধ্যা ছয় ঘটিকার সময় রাজবাড়ীর চন্দনী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ধাওয়াপাড়া ফেড়ীঘাট পদ্মা নদীতে জেলেদের হাতে ধরা পরে রাসেলস ভাইপার।
জেলেরা পদ্মা নদীতে মাছ ধরতে গেলে তারা রাসেলস ভাইপার সাপটিকে দেখতে পায়। তখন জেলেরা জাল দিয়ে সাপটি ধরে মেরে ফেলে। তারপর ধাওয়াপাড়া ফেড়ীঘাট নিয়ে আসে। এরপর থেকেই এলাকার সর্বত্র সাধারণ মানুষের মধ্যে রাসেলস ভাইপার সাপের আতঙ্ক দেখা দিয়েছে।
রাজবাড়ীর পদ্মা নদীর চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় এর আগেও একাধিক বিষাক্ত রাসেলস ভাইপার সাপের দেখা মিলেছে। শুক্রবার সকাল ১০টার দিকে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরআফড়া এলাকায় পদ্মা নদীর চরে বাদাম তুলতে গিয়ে রাসেলস ভাইপার সাপের ছোবলে আহত হয়েছেন মধু বিশ্বাস (৫০) নামে এক কৃষক। পরে অবশ্য সাপটিকে মেরে সাপসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ভর্তি হয়েছেন।