আজ বেলা ১১ টার সময় রাজশাহী খ্রিষ্টিয়ান মিশন নার্সিং ইনষ্টিটিউটে ১৩ জন শিক্ষার্থীদের মাঝে রোটারী ইন্টারন্যাশনাল শিক্ষা বৃত্তি প্রদান করে। এসময় উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অফ ঢাকা কারওরান বাজার এর পাষ্ট প্রেসিডেন্ট আহমেদ ফারুক, রোটারী ক্লাব অফ পদ্মা রাজশাহী প্রতিনিধি ও রাজশাহী ক্যান্সার হাসপাতাল এন্ড রিসার্চ সেন্টার ট্রাস্ট এর সদস্য সচিব ডা. প্যাট্রিক বিপুল বিশ্বাস, আরসিসি আমনুরা’র উপদেষ্টা এবং এনএজিআর এর নির্বাহী পরিচালক স্টেফান সরেন রাজশাহী খ্রিষ্টিয়ান মিশন হাসপাতালের প্রধান নির্বাহী পরিচালক প্রদীপ চন্দ্র মন্ডল, রাজশাহী খ্রিষ্টিয়ান মিশন নার্সিং ইনষ্টিটিউটের অধ্যক্ষ সুলতা দ্রং প্রমূখ। mরোটারী ইন্টারন্যাশনাল এর মাধ্যমে রাজশাহী, রংপুর, চাঁপাইনবাবগঞ্জ জেলার অনগ্রসর জাতিগোষ্ঠীর ১৫ জন দরিদ্র শিক্ষার্থীকে নিয়মিত শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে। এদের মধ্যে ১৩ জন রাজশাহী শহরের বিভিন্ন নার্সিং ইনিষ্টিটিউটের শিক্ষার্থী ও ০১ জন ঢাকা হলিক্রস কলেজে উচ্চ মাধ্যমিকের ছাত্রী এবং ০১ জন বিএসসি ইন নার্সিং আর্মি ক্যান্টমেন্ট নার্সিং ইনষ্টিটেউটের শিক্ষার্থী। এছাড়াও রোটারী ইন্টারন্যাশনাল রোটারী ক্লাব অফ ঢাকা কারওয়ান বাজার, আমনুরা, কমিউনিটি কোর, রোটারী ক্লাব অফ পদ্মা রাজশাহী, রাজশাহী ক্যান্সার হাসপাতাল এন্ড রিসাচর্চ সেন্টার , তাবিথা ফাউন্ডেশন এবং এনএজিআর (ন্যাশনাল এজেন্সী ফর গ্রীণ রিভ্যুলেশন) এর সহযোগিতায় চাঁপাইনববাগঞ্জ, গাইবান্ধা ও দিনাজপুর জেলার কয়েক উপজেলায় স্তন ও জরায়ু ক্যান্সার সচেতনতা, বিনামূল্যে হেপাটাইটিস বি এবং জরায়ু ক্যান্সার প্রতিরোধ ভ্যাকসিন প্রদান করছে। এছাড়াও করোনা পরবর্তী সময়ে বিভিন্ন স্বাস্থ্য সচেতনতা মূলক প্রোগ্রাম পরিচালনা করছে।