সিপিএসসি, র‌্যাব-৫, রাজশাহী কর্তৃক রাজশাহীর মোহনপুর হতে ০৩ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

সিপিএসসি, র‌্যাব-৫, রাজশাহী কর্তৃক রাজশাহীর মোহনপুর হতে ০৩ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় সিপিএসসি, র‌্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল ০৩ মার্চ ২০২৪ তারিখ সময় রাত্রী ২৩.০০ ঘটিকায় রাজশাহী জেলার মোহনপুর থানাধীন সোনারপাড়া নামক এলাকায় অপারেশন পরিচালনা করে গাঁজা-০৩ কেজি, মোটরসাইকেল-০১টি, মোবাইল-০১ টি, সীম কার্ড-০১ টি উদ্ধার করেছে এবং আসামী মোঃ রানবীর জাহান (২৮), পিতা-মোঃ শাহজাহান, সাং-সবসার, থানা-পবা, রাজশাহী মহানগরকে গ্রেফতার করে।

ঘটনার বিবরণে প্রকাশ: গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, ০১ জন মাদক ব্যবসায়ী ০১টি মোটরসাইকেল যোগে মোহনপুর হতে ধোপাঘাটা বাজারের দিকে আসছে।

উক্ত সংবাদ পেয়ে র‌্যাবের গোয়েন্দা দল রাজশাহী জেলার মোহনপুর থানাধীন সোনারপাড়া গ্রামস্থ সোনারপাড়া জামে মসজিদের সামনে ত্রিমোহনী বাজার হইতে ধোপাঘাটা বাজারগামী পাঁকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করে।চেকপোষ্ট পরিচালনাকালে উপরোক্ত ঘটনাস্থল পাঁকা রাস্তার উপর ০১টি মোটরসাইকেল আসলে থামানোর সংকেত দেওয়া মাত্র র‌্যাবের উপস্থিতি টের পেয়ে উক্ত মোটরসাইকেল চালক কৌশলে দৌড়ে পালানোর চেষ্টা কালে র‌্যাবের টিম তাকে ঘটনাস্থলেই আটক করে।

ধৃত আসামী জানায় যে, সে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহ করিয়া রাজশাহী জেলার মোহনপুর থানাধীন বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল ।উপরোক্ত ঘটনায় রাজশাহী জেলার মোহনপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।