সোমবার বিকেল ৫ ঘটিকার সময় তানোর উপজেলা সদরে অবস্থিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।খেলায় তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ১(তানোর গোদাগাড়ী) এমপি ও সাবেক জেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার হিসেবে ট্রফি প্রদান করেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রহিম, টিএইচও বার্নাবাস হাসদাক, কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ, উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান, তানোর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তানভীর রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, বাঁধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, জনস্বাস্থ্য প্রকৌশলী জাকির হোসেন, সমাজ সেবা অফিসার মোহাম্মদ হোসেন, মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, তানোর উপজেলার শিক্ষক সমিতির সভাপতি জিল্লুর রহমান,পারিশো দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম কমল সাহা, প্রমুখ।
ফাইনাল খেলায় কামারগাঁ ইউনিয়ন বনাম তালন্দ ইউনিয়নের খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের খেলা শেষে ৩-১ গোলে কামারগাঁ ইউনিয়ন বিজয়ী হয়।খেলার রেফারির দায়িত্ব পালন করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, শরীর চর্চা শিক্ষক আব্দুল বারি, সোহরাব হোসেন, হাফিজুর রহমান, খাইরুল ইসলাম, নজরুল ইসলাম এবং কামরুজ্জামান। এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং বিপুল সংখ্যাক ক্রীড়া প্রেমীরা উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।