সমতল আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন, আদিবাসীদের জায়গা জমি রক্ষা সহ আদিবাসীদের উন্নয়নে বরাদ্দ বাড়ানো দাবি তুলে ধরা হয়।

গত ৯ আগস্ট মঙ্গলবার গোদাগাড়ী থানাধীন কাকন হাটে আর্ন্তজাতিক আদিবাসী দিবস ২০২২ পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় “ঐতিহ্যগত বিদ্যা সংরক্ষণ ও বিকাশে আদিবাসী নারীদের ভূমিকা”। গোদাগাড়ী থানা পারগানা বাইসি আয়োজনে সকাল ১১টায় কাকন হাট পৌরসভা থেকে সভাযাত্রা বের করে কাকন হাট বাসস্যান্ড মোড় পদক্ষিন করে কাকন হাট পৌরসভা মাঠে গিয়ে শেষ হয়। গোদাগাড়ী থানা পারগানা মি. বাবুলাল মুরমু সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আদিবাসী হিসাবে সাংবিধানিক স্বীকৃতি, সমতল আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন, আদিবাসীদের জায়গা জমি রক্ষা সহ আদিবাসীদের উন্নয়নে বরাদ্দ বাড়ানো দাবি তুলে ধরা হয়।

প্রধান অতিথি বক্তব্য সাবেক মেয়র কাকন হাট পৌরসভা ও সভাপতি কাকনহাট পৌর আওয়ামীলীগ আলহাজ্ব আব্দুল মজিদ বলেন, অতীতের যেকোন সরকারের চেয়ে বর্তমান সরকার আদিবাসী বান্ধব সরকার। আদিবাসী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানাবিধ প্রকল্প হাতে নিয়েছেন এবং বাস্তবায়ন হচ্ছে। তিনি আরও বলেন বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। এছাড়াও সভায় বক্তব্য দেন শ্রী সুনন্দন দাস (রতন)- অব: সহকারি পরিচালক, কাস্টমস্ গোয়েন্দা- রাজশাহী, শ্রী নিরেন খালকো- রাজা, উরাও দিঘরী রাজা পরিষদ, গোদাগাড়ী, অভিলাস বিশ্বাস- বাইসি প্রধান ও পরিচালক, পাহাড়িয়া আদিবাসী গবেষণা ও উন্নয়ন সোসাইটি, সহদেব পান্না- সাধারণ সম্পাদক, উরাও দিঘরী রাজা পরিষদ, গোদাগাড়ী, রাজশাহী, আল মামুন- কাউন্সিলর ৬নং ওর্য়াড, প্যনেল মেয়র-১, কাকন হাট পৌরসভা, কল্লল হোসেন- কাউন্সিলর ২নং ওর্য়াড, কাকন হাট পৌরসভা, ও এলেন মেরী সরেন- স্পন্সরশীপ পোগ্রাম অফিসার, ওয়াল্ড-ভিশন বাংলাদেশ গোদাগাড়ী এপি। সভায় যৌথ সঞ্চালনা করেন সাধারন সম্পাদক, গোদাগাড়ী থানা পারগানা বাইসি মি. দিনাশ হাঁসদা ও আদিবাসী নেতা বিপ্লব বাস্কে।