দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা" প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাঙ্গামাটির রাজস্হলীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে।সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে রাজস্থলী উপজেলার বিভিন্ন দিকে একটি র্যালি প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের গণমিলনায়তনে আলোচনা সভা মিলিত হয়।রাজস্থলী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্রউপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সানুমং মারমার সঞ্চালনায় দূর্নীতি বিরোধী আলোচনা সভায় বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী, রাজস্হলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, রাজস্হলী প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খান,দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এস এম আলাউদ্দিন, উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সর মেডিকেল অফিসার ডাঃ মেহেদী হাসান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব চৌধুরী, গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুচিংমং মারমা, ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা।
এছাড়াও এতে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ গ্রহন করেন। উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র বলেন, দূর্নীতিকে স্ব মূলে ধ্বংস করতে হবে এবং আমরা আমাদের পরিবারের সকলকে দূর্নীতিকে না বলা শিখাতে হবে। দুর্নীতির বিষয়ে সকল ডিপার্টমেন্টের মানুষের সৎ এবং ইতিবাচক মানসিকতা নিয়ে আমাদের কার্যক্রম পরিচালনা করতে হবে। বক্তারা আরো বলেন, সমাজের প্রতিটি কোনায় কোনায় দূর্নীতি ছড়িয়ে পড়েছে। আমাদের যার যার অবস্থান থেকে সবাইকে সচেতন হতে হবে এবং অন্যদেরকে সচেতন করারও পরামর্শ প্রদান করেন।