চর রাজিবপুর উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন অপরাধ দমনের লক্ষ্যে অভিযান পরিচালনা করে চর রাজিবপুর উপজেলা প্রশাসন। বটতলা নামক স্থানে পলি কাউন্টারে যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া আদায় করা দায়ে ৫ হাজার টাকা জরিমানা করেন।জাউনিয়ার চর উচ্চ বিদ্যালয়ের আঙিনায় মাদক সেবনের সময় হাতে-নাতে মরিচাকান্দি এলাকার সিরাজুলের ছেলে হাফিজুর রহমান নামের একজনকে ৩ মাসের জেল ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১মাসের জেল করেছেন।
সোমবার রাত ১১টার দিকে উপজেলার বটতলা ও জাউনিয়ার চর এলাকায় চর রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলে এলাহী এর আদেশক্রমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি জাহাঙ্গীর আলম বাবু। এসময়ে উপস্থিত ছিলেন রাজিবপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স।
চর রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী বলেন, মাদকের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে।
সম্মানিত চর রাজিবপুরবাসী আসুন মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই। প্রশাসনকে সহযোগিতা করুন এবং মাদককে প্রতিহত করুন।