নওগাঁর রাণীনগরে একটি স্কুলের কমিটি গঠনের জের ধরে এক সভাপতি প্রাথীকে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক মারপিট করে ২ঘণ্টা আটক রাখার ঘটনায় রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহত রায়হানুলু হক কে তার ¯স্^জনরা উদ্ধার করে রাণীনগর উপজেলা ¯স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়েছে। 
জানা গেছে, উপজেলার কাশিমপুর ইউনিয়নে অবস্থিত ত্রিমোহনী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠনের জন্য তিন জন প্রার্থী আবেদন করেন। প্রার্থীরা হলেন বর্তমান কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকলেছুর রহমান বাবু, কাশিমপুর উত্তরপাড়া গ্রামের রায়হানুল হক ও  চকাদিন শেখ পাড়া গ্রামের শেখ আব্দুল্লাহ আবু নাসিফ সভাপতি পদে আবেদন করে। এর জেরে চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার দুপুর ১টার দিকে তার বাড়ির পাশ দিয়ে উপজেলা সদরে যাওয়ার পথে রায়হানুলকে একা পেয়ে পথ রোধ করে চেয়ারম্যানসহ ৬/৭ জন মিলে রায়হানুলকে বেধরক মারপিট করে প্রতিবেশি আবুল মোল্লার বাড়িতে প্রায় ২ঘণ্টা আটক রেখে নগদ টাকা মোবাইল ফোন ¯^র্ণের আংটি হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরে রায়হানুলের ¯^সজনরা জানতে পেরে  ঘটনাস্থলে ছুটে গিয়ে রায়হানকে আহত অবস্থায় একটি ঘর থেকে উদ্ধার করে রাণীনগর স্বাস্থ্য স্বাস্থ্য কমপ্লেক্সে   চিকিৎসার জন্য  ভর্তি করা হয়েছে । এব্যাপরে রায়হানুল হকের বড় ভাই গোলাম মোস্তফা বাবু বাদী হয়ে চেয়ারম্যান মকলেছুর রহমানসহ ৬জনকে আসামী করে রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত রায়হানুল হক বলেন, ত্রিমোহনী উচ্চ বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে সভাপতি পদের জন্য আবেদন করি। এই অপরাধের কারণে প্রতিহিংসা বসত তার বাড়ির পাশে রাস্তায় চেয়ারম্যানসহ ৬/৭জন মিলে আমাকে মারপিট করে গুরুতর আহত অবস্থায় পার্শ্বের একটি বাড়িতে ২ঘণ্টা আটক করে রাখে। আমার ¯^জনরা জানতে পেরে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করায়।  চেয়ারম্যান মকলেছুর রহমান বলেন, রায়হান বেশ কিছুদিন ধরে একটি ফেক আইডি খুলে আমার বিরুদ্ধে নানা ধরণের অপপ্রচার চালায়। সম্প্রতি ত্রিমোহনী উচ্চ বিদ্যালয়ের কমিটি গঠনের আমি সভাপতি প্রার্থী হিসেবে আবেদন করি। ওখানে ও সে নানা ভাবে আমাকে জড়িয়ে মিথ্যা অপবাদ ছড়ায়। মঙ্গলবার দুপুরে দিকে আমার পাড়ির পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় রায়হান আসলে তার সাথে আমার কথা কাটাকাটির এক পর্যায়ে থাপ্পর মারে।   
রাণীনগর থানার এসআই সামিনুর ইসলাম বলেন, অভিযোগের প্রেক্ষিতে আমি ঘটনাস্থল পরিদর্শ করেছি। আহত রায়হানুল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।  তদন্ত ¯সাপেক্ষে প্রয়োজনীয়   আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।