শুক্রবার সন্ধা নাগাদ রাণীনগর-আত্রাই সড়কের ঘোষগ্রাম এলাকায় এঘটনা ঘটে। ছিনতাইয়ের কবলে পড়া ব্যবসায়ী জয়েল রানা নওগাঁ সদরের চকরামপুর মহল্লার তাহের সরদারের ছেলে। এঘটনায় শুক্রবার রাতেই রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।জুয়েল রানা জানান,নওগাঁ মসজিদ মার্কেটে তাদের মেসার্স রাসেল ক্লোথ ষ্টোরসহ কাপড়ের তিনটি পাইকারী দোকান রয়েছে। এসব দোকান থেকে আত্রাই উপজেলার ভবানীপুর বাজারের প্রায় ১০/১২জন ব্যবসায়ীরা মালামাল বাঁকী নিয়ে যান এবং প্রতি শুক্রবার দোকানে গিয়ে বকেয়া টাকা আদায় করে নিয়ে আসেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার সন্ধা ৬টা নাগাদ ভবানীপুর বাজার থেকে বকেয়া টাকা আদায় করে একটি সিএনজি রিজার্ভ নিয়ে নওগাঁ ফিরছিলেন। এসময় রাণীনগর-আত্রাই সড়কের ঘোষগ্রাম বেতগাড়ী নামক এলাকায় পৌছলে দুটি মোটরসাইকেলে থাকা ৬জন মাস্কপড়া ছিনতাইকারীরা সিএনজির সামনে এসে পথরোধ করে । এর পর চাকু ধরে টাকার ব্যগ ছিনতাই করে নিয়ে মোটরসাইকেল যোগে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এঘটনায় শুক্রবার রাতেই তিনি বাদী হয়ে রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান তিনি।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান জানান,রাস্তায় টাকা ছিনতাইয়ের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছি। ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে দেখা হচ্ছে।