মেহেদী হাসান মাল্টিমিডিয়া  সংবাদদাতা বরগুনা । 
বরগুনার আমতলীতে দেশীয় অস্ত্রসহ রাতের আধাঁরে জোরপূর্বক প্রবাসীর জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। পৌরসভার ৩ নং ওয়ার্ডের পানির ট্যাংকি এলাকায় এ ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় এলাকা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। 

ঘটনার সূত্রে জানা যায়, প্রবাসী মোঃ নাসির উদ্দিন হাওলাদার ২০১৮ সালে চাওড়া মৌজার ৩৭০ খতিয়ানের ৯৯৭, ৯১৭,১০৮০ দাগে ১০ শতাংশ জমি ঘরসহ অ্যাড. আবুল কালাম আজাদ এর কাছ থেকে ক্রয় করেন। পরে প্রবাসী নাসির উদ্দিন হাওলাদার পৌরসভার প্লান নিয়ে প্লান অনুযায়ী ও-ই জমিতে বাউন্ডারী দেওয়াল নির্মাণ করেন। দেওয়াল নির্মাণ করার সময় কোন ধরনের বাঁধা বা জমি পাওনার দাবী না করে দীর্ঘ ৭ বছর পর ওয়ারিশ সূত্রে জমির মালিক দাবি করে মোঃ শামসার পহলান সন্ত্রাসী কায়দায় দেশীয় অস্ত্রসহ আট থেকে দশ জন লোক গত রবিবার ২ ফেব্রুয়ারি দিবাগত রাত পৌনে ১ টার দিকে রাতের আঁধারে জোরপূর্বক জমি দখল করতে ঘর নির্মাণ করে। এনিয়ে গত ১৯ ফেব্রুয়ারি প্রবাসীর স্ত্রী মোসা. জাকিয়া বেগম বাদী হয়ে বরগুনা দ্রুত বিচার আইনে ৪/৫ ধারায় শামসার পহলান, নয়া মাতব্বর, বেল্লাল মাতুব্বরসহ ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

দুবাই প্রবাসীর স্ত্রী জাকিয়া কান্না জড়িত কন্ঠে অভিযোগ করে বলেন,আমার স্বামীর ক্রয়কৃত ৬১১৭ নং সাব কবলা দলিল মূল্যে এস,এ ৩৭০ নং খতিয়ানের ৯৬৭, ৯১৭,১০৮০ দাগ এর ভুমিতে দখলে আছি। গত ২ ফেব্রুয়ারি আমার ছেলেকে নিয়ে রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়ি। হঠাৎ মধ্য রাতে বাড়ির গেট ভাঙার শব্দে ঘুম থেকে উঠে জানালা দিয়ে তাকিয়ে দেখি বাড়ির ভিতরে রোপণ করা কলা গাছ এবং বিভিন্ন  ফলের গাছ কেটে সেখানে নতুন একটি ঘর নির্মাণ করেন। আমি নিরুপায় হয়ে জরুরি সেবা ৯৯৯ কল করলে থানা থেকে পুলিশ আসলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। এছাড়া আমাকে দেখে নিবে বলে হুমকি দেয়।

অভিযুক্ত নয়া মাতব্বরের ছেলে ইব্রাহীম মাতব্বর কাছে রাতের আঁধারে ঘর তোলার কারন জানতে চাইলে তিনি স্বীকার করে বলেন,আমরা আলম মাতব্বরের কাছে জমি পাবো,তার জায়গায় ঘর উঠাইছি।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান আরিফ বলেন,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি জমি সংক্রান্ত সেহেতু উভয়পক্ষকে কোর্টের মাধ্যমে নিস্পওি করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।