রায়পুর উপজেলার ১নং উত্তর চরআবাবিল ইউনিয়ন হায়দরগঞ্জ বাজারের ‘আধুনিক মেডিকেল হলে টিনের চাল কেটে চুরি ঘটনা ঘটে।

জানা গেছে, গতকাল (রবিবার) গভীর রাতে হায়দরগঞ্জ  বাজারের আধুনিক মেডিকেল হলে  টিনের চাল কেটে দোকানে প্রবেশ করে। পরে দোকানের ক্যাশ ও র‍্যাক থেকে  মূল্যবান ওষুধ নিয়ে যায়। ফার্মেসির মালিক জানান, অধিকাংশ দামি ইনজেকশন ও গুরুত্বপূর্ণ  ওষুধ খোয়া গেছে, যার বাজারমূল্য লক্ষাধিক টাকারও বেশি এবং নগদ ১ লাখ টাকার উপরে নিয়ে যান।

এর আগে একই মাসে  রাতে একই ধরনের কৌশলে চুরির শিকার হয় রায়পুর বাজারে অবস্থিত ‘মেসার্স আমেনা ফার্মেসি’ এবং বাসাবাড়িতে আমিন ফার্মেসীতে।

বাজারের বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী আল আমিন হোসেন  জানান, তাঁর ফার্মেসি থেকে পরিকল্পিতভাবে উচ্চমূল্যের ওষুধসমূহ চুরি করা হয়েছে। চোরচক্র মূলত ইনজেকশন, ইনসুলিন, ক্যান্সার ও হরমোন জাতীয় ওষুধ নিয়ে গেছে।

এ বিষয়ে হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির আইসি জনাব, মো আবুল কালাম আজাদ জানান, চুরির ঘটনাতেই চোরেরা টিনের চাল কেটে প্রবেশ করেছে। আমরা ঘটনাস্থল থেকে বেশ কিছু আলামত সংগ্রহ করেছি এবং তদন্ত কাজ চলমান রয়েছে। দ্রুত তদন্ত শেষ করে চোরদের শনাক্ত করে গ্রেপ্তার ও চুরি যাওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন।