তরুণদের দেশ গড়ার অঙ্গিকার, জনসেবায় স্থানীয় সরকার' এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে পালিত হয়েছে জাতীয় স্থানীয় সরকার দিবস।
মঙ্গলবার সকালে দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির এর সভাপতিত্বে ও উপজেলা আইসিটি অফিসার ইঞ্জিনিয়ার মো. মোহায়মেনু'র সঞ্চালনায় বক্তব্য রাখেন, চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের প্রশাসক সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আমির হামজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ, রায়গঞ্জ উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি শামছুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি ফয়সাল বিশ্বাস, শেখ রিয়াদ, সাংবাদিকদের মধ্যে থেকে সাইদুল ইসলাম আবির প্রমুখ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপজেলার ইউনিয়ন পরিষদগুলোর দায়িত্ব প্রাপ্ত প্রশাসকগণ, বীর মুক্তিযোদ্ধ, বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, আমাদের সবচেয়ে বড় সম্পদ দেশের জনগণ। সরকারের উন্নয়ন কার্যক্রমে জনগণকে আরো সম্পৃক্ত করতে হবে। তাদের দাবি-সমস্যার কথা শুনতে হবে। তা সংবিধান অনুযায়ী বাস্তবায়ন করতে হবে। সর্বোপরি সেবা প্রদানের মাধ্যমে সরকারি দপ্তরগুলোর সাথে জনগনের মেলবন্ধন সুদৃঢ় হবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।