বিশ্বব্যাংক ও পিকেএসএফ এর অর্থায়নে এবং নড়িয়া উন্নয়ন সমিতি এর সহযোগিতায় রেইজ প্রকল্পের আওতায় নুসা ভোজেস্বর শাখায় অদ্য ১২.০৮.২০২৪ ইং তারিখে ১৬ দিন ব্যাপি ব্যবসায় ব্যবস্থাপনা ও উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
আজকের প্রশিক্ষনের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ভোজস্বর শাখার শাখা ব্যবস্থাপক মো: মান্না হাসান, নুসার প্রশিক্ষণ সেলের যুগ্ন সমন্বয়কারী আছিয়া খাতুন রুমা, রেইজ প্রকল্পের সমন্বয়কারী মো: একাব্বর হোসেন খান।উদ্বোধন করেন নুসার সহকারি পরিচালক (অডিট) জনাব মো: ফারুক হোসেন এবং চঞ্চালনা করেন প্রকল্পের লাইফ স্কীল অফিসার মীর মাসুদুর রহমান। উক্ত প্রশিক্ষণে ২০ জন তরুন উদ্যোক্তা অংশগ্রহণ করে।
রেইজ প্রকল্পের উদ্দেশ্য হলো শহর ও উপ-শহরাঞ্চলের অনানুষ্ঠানিক খাতের ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা অব্যাহত রাখা, তরুণ ক্ষুদ্র উদ্যোক্তাদের উদ্যোগ উন্নয়ন ও খাতভিত্তিক কারিগরি বিষয়ে সক্ষমতা বৃদ্ধি এবং বেকার তরুণদের কারিগরি ও ব্যবসা বিষয়ক দক্ষতা উন্নয়ন। নুসার ৫টি শাখায় ভোজেস্বর, নড়িয়া, শরিয়তপুর, ভেদরগঞ্জ ও নাগের পাড়া আজ এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয় এভং ১০০ জন তরুন উদ্যোক্তা অংশগ্রহণ করে ।প্রতিষ্ঠানটির অধীনে রেইজ প্রকল্প মাধ্যমে ইতিপূর্বে ১৭ টি ব্যাচের মাধ্যমে ৩৪০ জন তরুন উদ্যোক্তা এ প্রশিক্ষনে অংশগ্রহণ করে।