বুধবার বিকালে তাকে আটক করা হয়।
ঘটনার বিবরণে জানা যায়, গত ২ সেপ্টেম্বর রেলওয়ের জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মাণ ও দখলের প্রতিকার চেয়ে স্টেশনমাস্টার রফিকুল ইসলাম কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন। বুধবার দুপুরে চাঁদপুরের জিআরপি থানার ওসি রাজিব চন্দ্র কর অভিযোগের বিষয়টি তদন্ত করতে ঘটনাস্থলে আসেন।
তদন্তের একপর্যায়ে অভিযুক্ত পৌর বিএনপির সহ-সভাপতি দেলোয়ার হোসেন স্টেশনমাস্টার রফিকুল ইসলামের ওপর ক্ষিপ্ত হয়ে তাকে কিল-ঘুসি মারতে শুরু করেন। তদন্তকারী কর্মকর্তা তৎক্ষণাৎ তদন্ত অসম্পূর্ণ রেখে চলে যান।
বিষয়টি শাহরাস্তি থানা পুলিশকে অবহিত করলে এসআই আল আমিন ঘটনাস্থলে গিয়ে দেলোয়ার হোসেনকে আটক করে থানায় নিয়ে আসেন।
জিআরপি থানার ওসি রাজিব চন্দ্র কর জানান, আমি অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে আসি। তদন্ত চলাকালে হঠাৎ করে অভিযুক্ত দেলোয়ার হোসেন স্টেশনমাস্টারকে আক্রমণ করেন।
স্টেশনমাস্টার রফিকুল ইসলাম বলেন, দেলোয়ার হোসেন রেলওয়ের জায়গায় কৃষি লিজ এনে স্থায়ী স্থাপনা নির্মাণ করছেন এবং অবৈধভাবে দখল করে আসছেন। বিষয়টি আমি লিখিতভাবে কর্তৃপক্ষকে অবহিত করেছি। তদন্তকারী কর্মকর্তার উপস্থিতিতে তিনি আমাকে কিল-ঘুসি মারতে শুরু করেন।
অভিযুক্ত দেলোয়ার হোসেন বলেন, আমার ভুল হয়েছে। গায়ে হাত দেওয়া ঠিক হয়নি।