কক্সবাজারের দক্ষিণ বনবিভাগের নিয়মিত অভিযান পরিচালনায় বালিসহ ড্রাম্প ট্রাক জব্দ।
শনিবার (৮মার্চ) সকাল ১১ টার দিকে দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের নিয়মিত অভিযানে বালিসহ ডাম্পার গাড়ি আটক করেছে: বনবিভাগ।
উখিয়া রেঞ্জ বনবিভাগ সূত্রে জানা যায়, প্রতিদিনের মত বনবিভাগের অভিযান পরিচালনা করে থাকেন। বনকর্মীরা সিএনজি যোগে অভিযানে টহলকালে থাইংখালী চোরাখোলা নাম স্থানে প্রায় ১শত গজ দূরে একটি অবৈধভাবে বালি লোড করা অবস্থায় একটি ড্রাম্পার দেখতে পেলে সাথে সাথে অভিযান চালিয়ে বালিসহ ডাম্পার টি আটক করতে সক্ষম হন। এসময় ডাম্পারে থাকা ড্রাইভার ও অন্যান্যরা কৌশলে পালিয়ে যায়। পরে ডাম্পারটি উখিয়া রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসা হয়।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা (এসিএফ পদবীধারী) শাহিনূর ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ১১ ঘটিকার সময় সঙ্গীয় সহকর্মীসহ সিএনজি যোগে টহলকালে থাইংখালী চোরাখোলা খাল এলাকায় আসলে আনুমানিক ১০০ গজ দূর রাস্তা হতে দেখতে পাই যে, কতিপয় শ্রমিক ডাম্পার ট্রাকে  রিজার্ভ ফরেস্ট এর খাল হতে বালু উত্তোলন করে লোড করছে। অত:পর সিএনজি থেকে নেমে ট্রাকটির কাছে গেলে আমাদের দেখে ট্রাকটি আনলোড করা শুরু করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্ত তাদের সে চেষ্টা ব্যর্থ করে ট্রাকটি জব্দ করে রেঞ্জ হেফাজতে নিয়ে আসি। শ্রমিকসহ চালক ভয়ে পালিয়ে গেছে। তদন্ত করে বন আইন,১৯২৭ ( যাহা ২০০০ সালে সংশোধিত)  অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।