রোটার্যাক্ট ক্লাব অব বিয়ানীবাজার এর ব্যবস্থাপনায় ইফতার ও দোয়া মাহফিল এবং এতিম শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে বিয়ানীবাজার কামিল মাদরাসায় এসব কর্মসূচি পালন করা হয়।
ক্লাব প্রেসিডেন্ট রোটার্যাক্টর মো. এমদাদুল হক এর সভাপতিত্ত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রোটারি ক্লাব অব বিয়ানীবাজারের প্রেসিডেন্ট রোটারিয়ান আবু বক্কর সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট আরসিসি রোটারিয়ান ডা. আবু ইসহাক আজাদ, সেক্রেটারি মো. সাব্বির আহমদ, বিয়ানীবাজার কামিল মাদরাসার সহকারী অধ্যাপক ও এতিমখানার সুপারিনটেনডেন্ট মো. ইকরামুল ইসলাম, রোটার্যাক্ট ক্লাব অব সিলেট গ্রিণ বার্ডস এর পাস্ট প্রেসিডেন্ট রোটার্যাক্টর মো. রাসেল মিয়া ও পাস্ট প্রেসিডেন্ট রোটার্যাক্টর মো. লায়েক আহমদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের পিপি রোটার্যাক্টর ছালেখ হোসেন, ক্লাব লার্নিং ফ্যাসিলিটেটর পিপি রোটার্যাক্টর এ.এইচ মাহবুব হোসাইন, আইপিপি রোটার্যাক্টর জুম্মা জুমন, সেক্রেটারি রোটার্যাক্টর নাহিদুল ইসলাম, ট্রেজারার রোটার্যাক্টর মামুনুর রসিদ, ক্লাব সার্ভিস ডাইরেক্টর রোটার্যাক্টর শাহরিয়ার রহমান, সার্জেন্ট এ্যাট আর্মস রোটার্যাক্টর হিজবুল হোসাইন তারেক, বিয়ানীবাজার কামিল মাদরাসার কর্মচারী ও শিক্ষার্থী সহ আরো অনেকে।
এ সময় সংগঠনের ভূয়সী প্রশংসা করে আগামীতে এ রকম সামাজিক কার্যক্রম বেগবান করার কথা ব্যক্ত করেন বিশিষ্টজনরা।
বিয়ানীবাজার কামিল মাদরাসার মুহাদ্দিস ও মাদরাসা জামে মসজিদের ইমাম এখলাসুর রহমানের দোয়া পরিচালনা শেষে মাদরাসার এতিম শিক্ষার্থীদের মধ্যে ঈদের পোষাক ক্রয়ের জন্য নগদ অর্থ বিতরণ করা হয়।