ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে আনুমানিক ১২ লক্ষ টাকা মূল্যের ৪০ কেজি গাঁজাসহ দুইজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০। মাদক বহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়েছে। র্যাব-১০ সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, কিছু মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদক নিয়ে যাত্রাবাড়ী থেকে মুন্সিগঞ্জের দিকে যাচ্ছে। এ খবরের ভিত্তিতে গত ১২ অক্টোবর রাত ১০টা ৩৫ মিনিটে র্যাব সদস্যরা দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় অবস্থান নেয়। রাত ১১টা ১০ মিনিটে সন্দেহভাজন একটি পিকআপ আটক করে তল্লাশি চালানো হয়। পিকআপের ড্যাসবোর্ডের ভেতর থেকে বিশেষভাবে লুকানো অবস্থায় ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মো. শাহ আলম (৩৫) এবং মো. সাইদুল ইসলাম (৪০)। তারা পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত এবং দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ঢাকার কেরানীগঞ্জসহ আশপাশের এলাকায় সরবরাহ করছিলেন। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে র্যাব জানিয়েছে।