রাঙ্গামাটির লংগদুতে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে পবিত্র আশুরা ও জুলাই বিপ্লবে শহীদের স্মরণে আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৭ জুলাই (সোমবার) সন্ধ্যা ৭ টায় লংগদু উপজেলার বাইট্টাপাড়া বাজারে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে পবিত্র আশুরা ও জুলাই বিপ্লবের শহীদের স্মরণে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা শাখার সভাপতি মোঃ মঞ্জুরুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার মাহফুজুর রহমান এর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আবু বকর সিদ্দিক, মাওলানা মুফতি ফরিদুল ইসলাম ফাহিম ও লংগদু প্রেসক্লাবের সভাপতি এবিএস মামুন সহ প্রমুখ নেতৃবৃন্দ।
এসময়ে বক্তারা পবিত্র মহরম মাসের আশুরার তাৎপর্য তুলে ধরেন এবং জুলাই বিপ্লবের শহীদের স্মরণে তাদের রূপের মাগফিরাত কামনা করেন।
শেষে পবিত্র আশুরা ও জুলাই বিপ্লবের শহীদের আত্মার মাগফিরাত কামনা দোয়া ও মোনাজাত করা হয়।