লংগদু উপজেলার জন-প্রতিনিধি, সরকারি -বেসরকারি কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ছাত্র প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার জনাব জাহাঙ্গীর হোসাইন এঁর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার ০৯ জুলাই বেলা (১১ ঘটিকায়) রাঙামাটি লংগদু উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পাবলিক লাইব্রেরি মিলয়াতনে এ সভাটি অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় অনুষ্ঠান সাবেক ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব-নিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লংগদু উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা নাছির উদ্দিন, প্রেসক্লাবের উপদেষ্টা এখলাছ মিয়া খান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এ বি এস মামুন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন,উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গণ, উপজেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকগণ,ছাত্র প্রতিনিধি কর্মকর্তা কর্মচারীরাও এ সময় উপস্থিত ছিলেন।
উক্ত মতবিনিময় ও পরিচিত সভায় উপস্থিত বক্তারা উপজেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ও সমস্যা সমাধানের ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন। শিক্ষা, স্বাস্থ্য, সার্বিক বিষয় তুলে ধরেন, এছাড়াও লংগদু উপজেলার প্রানের দাবী নানিয়ারচর লংগদু সংযোগ সড়কের ব্যপারে নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের কাছে সার্বিক সহযোগীতা কামনা করেন উপস্থিত মাঠ পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ গণ।
উক্ত মতবিনিময় সভায় নব-নিযুক্ত জাহাঙ্গীর হোসাইন বলেন, উপজেলার বিভিন্ন স্তরের জনসাধারণের মাধ্যমেই এই উপজেলার সকল সার্বিক উন্নয়নমূলক কাজ করার সাধ্যমত চেষ্টা করব, সেক্ষেত্রে সকলের সহযোগিতা পাবেন বলে তিনি প্রত্যাশা করেন।