"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এ স্লোগানকে সামনে রেখে তারুণ্যর উৎসব ২০২৫, ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৪-২৫ রাঙ্গামাটি জেলা পর্যায়ে সাঁতার প্রশিক্ষণ (অ-১৪) উদ্বোধন করা হয়

"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এ স্লোগানকে  সামনে রেখে তারুণ্যর উৎসব ২০২৫,  ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৪-২৫ রাঙ্গামাটি জেলা পর্যায়ে সাঁতার প্রশিক্ষণ (অ-১৪) উদ্বোধন করা হয়।
সোমবার (১৯ মে) সকাল ১১টায় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে রাবেতা মডেল উচ্চবিদ্যালয়ের হল রুমে উক্ত সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
রাবেতা মডেল উচ্চবিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ওসমান গণির সঞ্চালনায়,এতে সভাপতিত্বে করেন রাঙ্গামাটি জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দীন মাহমুদ।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মামুন ইবনে মিজান, রাংগামাটি জেলা ক্রীড়া সংস্থার সাবেক সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক আব্দুল হান্নান ও লংগদু প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক রাকিব হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন, বিভিন্ন স্কুল মাদ্রাসা থেকে আগত সাঁতার প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকগণ।
এসময় বক্তারা বলেন, নিজের কর্মের মাধ্যমে নিজেকে পরিচয় দিতে হবে। সাঁতার আমাদের জীবন বাঁচায় এবং সবার জন্যই সাঁতার শেখা বাধ্যতামূলক করা উচিত। উদাহরণ হিসেবে বক্তারা বলেন, বিভিন্ন দেশের খেলোয়ারদের আমরা চিনতে পারলেও কিন্তু সেদেশের প্রধানমন্ত্রীকে সবাই চিনতে পারিনা। প্রশিক্ষণার্থীদের উৎসাহ দিয়ে ক্রীড়া সংস্থার দায়িত্বশীল হারুন অর রশিদ বলেন, যারা প্রশিক্ষণ নিতে আসবেন সকলকে যাতায়াতের সুবিধার জন্য প্রতিদিনের যাতায়াত ভাড়া প্রদান করা হবে। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের সফল করবে।