বাংলাদেশ আওয়ামিলীগ মাধবপুর উপজেলার শাখার সাবেক সভাপতি, উপজেলার বাঘাসুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, ডাঃ মহিউদ্দিন হাইস্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আলাউদ্দিন তালুকদার বেনু মিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে নিজ বাসভবনে ব্রেইন স্ট্রোক করেন তিনি। তৎক্ষনাৎ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হবিগঞ্জ চাঁদের হাসি হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থার অবনতি দেখে চিকিৎসকগণ তাঁকে লাইফ সাপোর্টে নেন। তাঁর আশু রোগমুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া প্রার্থনা করা হয়েছে।