ইয়াংছা বেইলী সেতুর দু’পাশে ‘ঝুঁকিপূর্ণ সেতু’, সর্বোচ্চ ৫ টন মালামাল গাড়িতে পরিবহন করা যাবে’-সড়ক ও জনপথ বিভাগের এমন লেখা বিজ্ঞপ্তি সংবলিত সাইনবোর্ড লাগানো।
কিন্তু প্রতিনিয়ত এ নির্দেশনা অমান্য করে -এই বেইলী সেতুর উপর দিয়ে পাঁচ গুনেরও বেশি পণ্যবাহী যান চলাচল করছে যার পিছনে রয়েছে কালো টাকা। প্রতিটি মালবাহী ৫ টনের অধিক গাড়ি থেকে নেওয়া হচ্ছে ৩০০,৪০০,৫০০, মালের উপরে ভিত্তি করে নিচ্ছে টাকা।
রক্ষক যখন ভক্ষক হয়ে যায় তখন তো আমাদের লিখতেই হবে। কক্সবাজার জেলার চকরিয়া, বান্দরবান জেলার লামা ও আলীকদম উপজেলার সাথে সংযোগ স্থাপনকারী সড়কের ওপর ইয়াংছা সেতুটি এখন খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বর্তমানে বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের এ সেতুতে স্বাভাবিক খুঁটির পাশাপাশি আলাদাভাবে লোহার পাইপ বেঁধে সচল রাখা হয়েছে। বিশেষ করে চলতি মৌসুমে বাঁশের ও মুদির দোকানের মালামাল বোঝাই যান চলাচলের কারণে ঝুঁকিপূর্ণ এ সেতুটি যে কোনো সময় ভেঙে পড়ে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন সড়কে চলাচলকারী যাত্রী, গাড়িচালক ও স্থানীয়রা। যত দ্রুত সম্ভব এই অনিয়মকারীর ব্যবস্থা নেওয়া হোক।