এসময় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ,পুলিশ প্রশাসন,মুক্তিযুদ্ধ সংসদ, আওয়ামী লীগ, ,প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ এতে অংশ নেন।

নাটোরের লালপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।এ মহান দিবস উপলক্ষে রবিবার সুুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে এ দিবসের শুভ সূচনা করা হয়। সকালে স্থানীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এর মধ্য দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জানানো হয়।স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন ও মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। 


এসময় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ,পুলিশ প্রশাসন,মুক্তিযুদ্ধ সংসদ, আওয়ামী লীগ, ,প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ এতে অংশ নেন। সকাল সাড়ে ৮ টায় লালপুর উপজেলা মাঠ চত্বরে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইসাহাক আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা ও লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনর্চাজ মোঃ মোনোয়ারুজ্জামান আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন,শান্তির প্রতীক পায়রা বেলুন উড়িয়ে দিনের কর্মসূচীর শুভ উদ্বোধন করেন।

এছাড়াও জাতীয় পতাকা উত্তোলনের সময় জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং কুচকাওয়াজে অংশ গ্রহন করেন পুলিশ, আনসার, ভিডিপি, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরাসহ স্কাউট দল। পরে শিক্ষার্থীরা যেমন খুশি তেমন সাজোঁ ডিসপ্লে প্রদর্শন করেন। পরে লালপুর উপজেলা মাঠে কুচকাওয়াজ,শারীরিক কসরত, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ওয়াজেদ আলী মৃধা ও তথ্য অফিসার শোকরানা আশরাফীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইসাহাক আলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা। 


এছাড়াও উপস্হিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক ,মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লাবণী সুলতানা ,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, লালপুর থানার ভারপ্রাপ্ত ইনচার্জ মোঃ মোনোয়ারুজ্জামান , ,আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ আরজু খাতুন, উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী মোছাঃ আছিয়া জয়নুল বেনু, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযুদ্ধ কমান্ডার, শিক্ষকবৃন্দ,বীর মুক্তি যোদ্ধাগণ, সাংবাদিক ও গণমাধ্যম কর্মীগণ ও বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ প্রমুখ স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।