যথাযোগ্য মর্যাদায় নাটোরে লালপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে

যথাযোগ্য মর্যাদায় নাটোরে লালপুরে মহান স্বাধীনতা ও জাতীয়  দিবস  ২০২৫ উদযাপন করা হয়েছে। 
এ উপলক্ষ্যে বুধবার (২৬ মার্চ) ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয়  দিবসের শুভ সূচনা করা হয়। পূর্ব আকাশে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষথেকে পুষ্পস্তবক অর্পণ করেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ও সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, লালপুর থানার ওসি নাজমুল হক  সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। 
 সকাল সাড়ে ৮ টার সময় উপজেলা প্রশাসনের পক্ষথেকে লালপুর উপজেলা পরিষদে জাতীয় পতাকা উত্তোলন, পবিত্র কোরআন পাঠ, নিরবতা, পালন করে। 
পরে উপজেলা মাঠে পুলিশ , আনসার ভিডিপি, ফায়ার সার্ভিসের সদস্যরা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ডিপ্লে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।