নাটোরের লালপুর থানা থেকে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিনকে ছিনিয়ে নেয়ার ঘটনায় সেই ছাত্রদল নেতাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার গৌরিপুর গ্রামের আবুল হোসেনের ছেলে রুবেল উদ্দিন, রুবেলের বোন রুপা খাতুন (২৫) ও ফারজানা ইয়াসমিন বৃষ্টি (২০) এবং ও কদিমচিলান ইউনিয়নের বাসিন্দা যুবদল নেতা মাসুদ রানা (৪৫)।
এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, গত ১৬ ডিসেম্বর নাটোরের বাগাতিপাড়া উপজেলার জয়ন্তীপুরে বিএনপি নেতা আব্দুর রশীদের বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে সন্দেহভাজন হিসেবে মঙ্গলবার দুপুরে রুবেলকে আটক করে লালপুর থানায় নিয়ে যায় পুলিশ। পরে ছাত্রদল ও যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মী থানায় উপস্থিত হয়ে তাকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে চাপ দেয়। এ সময় অসম্মতি জানালে একপর্যায়ে হট্টগোল করে থানা থেকে তাকে ছিনিয়ে নিয়ে যায় তারা। এই ঘটনায় মঙ্গলবার রাতে ৩৮ জনের নামসহ অজ্ঞাতদের নামে মামলা করা হয়। পরে রাত থেকে বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে রুবেলের দুই বোনসহ তিনজনকে গ্রেপ্তার করে সদর থানায় রাখা হয়। পরে দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। পরবর্তীতে পাশ্ববর্তী ইশ্বরদী থেকে ছাত্রদল নেতা রুবেলকেও গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। মামলার অন্যান্য আসামীদেরও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে যৌথবাহিনী।