লালমনিরহাটের ৩ শিক্ষার্থী ওয়াল্ড চ্যাম্পিয়নশীপ অন ক্লাইমেট অ্যাকশন-২০২৪ এ অংশ নিতে আজ বৃহস্পতিবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান যোগে নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশ্যে রওয়ানা দিবেন বলে জানা গেছে। এরা হলেন লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী নুরান আহনাফ বৃন্ত, মাহবুব রহমান রিজন এবং নাফিসা হোসেন নীলিমা। এর আগে চলতি ২০২৪ সালের ৮ নভেম্বর ঢাকার গুলশানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত এ সংক্রান্ত প্রতিযোগিতায় নিদিষ্ট গ্রুপের(মাধ্যমিক গ্রুপ) প্রতিযোগিতায় লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৩ শিক্ষার্থী দ্বিতীয় রানার্সআপ হয়ে নেপালের রাজধানী কাঠমান্ডুতে যাওয়ার জন্য নির্বাচিত হয়। উক্ত প্রতিযোগিতায় লালমনিরহাটের শিক্ষার্থী নুরান আহনাফ বৃন্ত, মাহবুব রহমান রিজন এবং নাফিসা হোসেন নীলিমা নিদিষ্ট সাইজের একটি রঙিন দেয়ালিকা প্রস্তুত ও প্রদর্শন করে। প্রস্তুতকৃত দেয়ালিকায় গ্রীণ হাউজ ইফেক্ট প্রতিফলিত হয়েছে। যার একদিকে কাঙ্ঘিখ সবুজ পৃথিবী অপর দিকে অনাকাঙ্ক্ষিত ধূসর পৃথিবীর চিত্র রঙ এবং ককশিট মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এর একটি উন্নত সংস্করণ প্রস্তুত করে নেপালের রাজধানী কাঠমান্ডুতে ওয়াল্ড চ্যাম্পিয়নশীপ অন ক্লাইমেট অ্যাকশন প্রতিযোগিতায় প্রদর্শন করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে বলে কৃর্তি শিক্ষার্থীদের সূত্রে জানা যায়। এখানে উল্লেখ যে, লালমনিরহাটের ৩ জন শিক্ষার্থীসহ বিভিন্ন গ্রুপের প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে সর্বমোট ১৮ জন শিক্ষার্থী নেপালের রাজধানী কাঠমান্ডুতে ওয়াল্ড চ্যাম্পিয়ন শীপ অন ক্লাইমেট অ্যাকশন-২০২৪ এ অংশ গ্রহণ করতে বাংলাদেশ থেকে যাচ্ছে।আগামীকাল ২৬ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।