বিট পুলিশিং বাড়ী বাড়ী, নিরাপদ সমাজ গড়ি,এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে কালীগঞ্জে বিট পুলিশিং এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

বিট পুলিশিং বাড়ী বাড়ী, নিরাপদ সমাজ গড়ি,এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে কালীগঞ্জে  বিট পুলিশিং এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (১২ এপ্রিল ) বিকেলে ৪ টায়  উপজেলার চাপারহাট চন্দ্রপুর ইউনিয়ন পরিষদ মাঠে  এই সভা অনুষ্ঠিত হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মালিক এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন- পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার জয়ন্ত শর্মা, উপজেলা নির্বাহী অফিসার  জাকিয়া সুলতানা
সভায় সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ, চুরি, ডাকাতি, ছিনতাই, জুয়া,  বাল্য-বিবাহ, ইভটিজিং, কিশোরগ্যাং সহ নানা অপরাধ বিষয়ে আলোচনা করা হয়। 
প্রধান অতিথি ছিলেন- পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিট পুলিশের কার্যক্রমকে আরো জোড়দার করতে হবে। বিট পুলিশিং সেবার মাধ্যমে সামাজিক সমস্যা সমাধান করা সম্ভব। বিশেষ করে মাদক, জুয়া, বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের পুলিশ সর্বদায় প্রস্তুত রয়েছে। জেলা পুলিশ মাদক ও জুয়ার বিষয়ে কোন আপোষ করবে না। যেখানেই মাদক সেখানেই প্রতিরোধ করা হবে। কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।
উক্ত মতবিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, পুলিশিং কমিটির সদস্য, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।