লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) মঙ্গলবার বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ইস্কাফ সিরাপ এবং একটি মোটরসাইকেল জব্দ করেছে। পৃথক দুটি অভিযানে প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা মূল্যের মাদক ও যানবাহন উদ্ধার করা হয়েছে।


বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে চোরাকারবারীরা সীমান্ত দিয়ে মাদক পাচার করার চেষ্টা করছে। এ তথ্যের ভিত্তিতে বনচৌকি এবং ঝাউরানী বিওপি’র আওতাধীন এলাকায় রাত ও দিনে দুটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় সন্দেহভাজন ব্যক্তিদের ধাওয়া করলে চোরাকারবারীরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ফেলে রাখা মালামাল তল্লাশি করে মোট ৩০০ বোতল ইস্কাফ সিরাপ এবং একটি মোটরসাইকেল উদ্ধার করে। উদ্ধারকৃত ইস্কাফ সিরাপের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা এবং মোটরসাইকেলের বাজারমূল্য ১ লাখ ৪০ হাজার টাকা।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি” বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।  মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।এছাড়া তিনি স্থানীয় জনগণকে মাদকবিরোধী অভিযান পরিচালনা এবং প্রতিরোধে সহযোগিতা করার আহ্বান জানান এবং গোপন তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখার নিশ্চয়তা দেন।
এই অভিযানে বিজিবির সাহসিকতা ও কৌশলগত দক্ষতা প্রশংসার দাবিদার, যা মাদকমুক্ত বাংলাদেশ গড়ার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।