মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদকে আটক করেছে লৌহজং থানা পুলিশ।বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে বেরিয়ে যাওয়ার সময় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে আবুল কালাম আজাদকে আটক করা হয়। এ ছাড়াও হলদিয়া বাজার থেকে হলদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুজন দেওয়ানকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশীদ জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় নাশকতা ও ছাত্র হত্যার অভিযোগে গত ৩০ আগস্ট ২০২৪ইং তারিখে মুন্সীগঞ্জ সদর থানায় দায়ের করা ১৫ নং মামলার ১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৪২৭/৫০৬(২)১০৯/১১৪/৩৪ পেনাল কোড তৎসহ বিস্ফোরক উপাদানাবলি আইন ১৯৮০সনের(সংশোধনী /২০০২) এর ৩/৪ ধারার সন্ধিগ্ধ আসামী মো. আবুল কালাম আজাদসহ (৬৮) মো. সুজন হোসেন দেওয়ানকে (২৬) গ্রেফতার করে মুন্সীগঞ্জ সদর থানায় প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে নাশকতা ও ছাত্র হত্যার অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত আসামীদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এদিকে ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসে গ্রেপ্তার হওয়ায় দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার কয়েকজন চেয়ারম্যান বলেন উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে এসে যদি গ্রেফতার হতে হয় তাহলে তো আর আইনশৃঙ্খলা মিটিংয়ে উপস্থিত থাকা যাবে না। তারা আরো বলেন আমরা গ্রেফতার আতঙ্কে রয়েছি।